কুণাল লিখেছেন, ‘আমার এবং আমার ঘনিষ্টদের সেদিনের চোখের জল, আর্তনাদ বৃথা যাবে না। সময় তা প্রমাণ করবে। ঈশ্বরের বিচার থেকে ষড়যন্ত্রীরা বাদ যাবেন না।’ তবে কারা সেই ‘ষড়যন্ত্রী’ সেই উল্লেখ অবশ্য সোশ্যাল মিডিয়ায় করেননি তৃণমূলের বর্তমান রাজ্য সাধারণ সম্পাদক। ফেসবুকে তিনি আরও লিখেছেন, ‘আমি তৃণমূল কংগ্রেস করছি শুধু এটা প্রমাণ করতে যে, মন থেকেই দলটা করে এসেছি। আমি একজন সৈনিক এবং কুণাল ঘোষ বেইমান নয়। আমি দলের এমপি, এমএলএ হব না। যতদিন ইচ্ছে থাকবে সসম্মানে দলের সাংগঠনিক কাজ করব।’ তাঁর সাংসদ, বিধায়ক না হতে চাওয়ার ইচ্ছে প্রকাশও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ