Mamata Banerjee : ‘গেরুয়া পরলেই যদি সাধু হয়ে যেত তাহলে তপস্যার প্রয়োজন হত না’, বিধানসভায় BJP-কে নিশানা মমতার – mamata banerjee attacks bjp government for using saffron colour in government projects


রাজ্যে এসে সভা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। ধর্মতলায় তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন একের পর এক BJP নেতা। অনতি দূরেই বিধানসভা থেকে কেন্দ্রের BJP সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নিশানায় ছিল, একশো দিনের কাজের টাকা বিয়ে বঞ্চনার অভিযোগ। BJP বিধায়কদের উদ্দেশে তাঁর সরাসরি কটাক্ষ, ‘গেরুয়া পড়লেই সাধু হওয়া যায় না, তাহলে তপস্যার প্রয়োজন হত না।’

কী জানালেন মুখ্যমন্ত্রী?

বিধানসভায় ফের মুখ্যমন্ত্রীর মুখে উঠে আসে গেরুয়া রং নিয়ে রাজনীতির প্রসঙ্গ। তিনি বলেন, ‘ক্রিকেট, ফুটবল সব গেরুয়া করছেন। গরুয়া করতে গিয়ে গেরুয়া।।গ গ করতে গিয়ে গেরুয়া। সুস্বাস্থ্য কেন্দ্র রঙ গেরুয়া করতে বলছে। না হলে টাকা বন্ধ। জমিদারি করছে মনে হচ্ছে। আমি ইচ্ছা করলে মা মাটি মানুষ ব্র্যান্ড করতে পারতাম। করিনি। সি এম স্কিম করতে পারতাম। কই আমি তো করিনি।’
মুখ্যমন্ত্রী এদিন বিধানসভায় জানান, একশো দিনের কাজের টাকা দেননি। তারপরেও আমরা এক নম্বর। আমাদের টাকা আমাদের দেয় না, আমাদের প্রাপ্য টাকা দিয়ে নিজেদের ছবি লাগাচ্ছে। তিনি বলেন, ‘২১ লাখ মানুষ ১০০ দিন কাজ শেষ করার পরেও টাকা দেওয়া হল না। তখন মুখে লিউকো প্লাস্ট লাগিয়ে রাখলেন।’

BJP বিধায়কদের নিশানা

মুখ্যমন্ত্রীর আক্রমণের মুখে পড়েন BJP বিধায়করা। বিধায়কদের উদ্দেশে তিনি বলেন, ‘বিধায়কদের তহবিলে টাকা বাড়িয়ে দেওয়া হচ্ছে দিনের পর দিন। তখন তো কিছু বলেন না?’ এরপরেই তিনি বলেন, রাজ্যের ২১ লাখ মানুষের টাকা আটকে রাখা হয়। অনেকের কোটি কোটি টাকা আছে, যাঁদের দরকার নেই। ২১ লাখ মানুষের টাকা আটকে রাখা হয়। তখন আপনাদের মন কাঁদে না। আর একটার বদলে দুটি বিড়ি খেলে চোর বলেন। রাজ্যের এত সংখ্যক মানুষ কেন্দ্রীয় সরকারের কাছ থেকে প্রাপ্য টাকা থেকে বঞ্চিত হয়ে রয়েছেন, সে নিয়ে BJP বিধায়কদের কটাক্ষ করেন তিনি।

Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর মন্তব্যে ‘হুমকির সুর’! FIR দায়েরের আবেদন নিয়ে পুলিশকে ইমেল শুভেন্দুর
BJP বিধায়কদের উদ্দেশে হুঙ্কারের সুরে এদিন আরও জানান, কে কোথায় টাকা রাখছে আমরা সব খোঁজ রাখছি। এখন ওঁরা ক্ষমতায় আছে। সেই কারণে ইডি সিবিআইকে পাঠানো হচ্ছে। তিনি বলেন, ‘তোমরা যখন ক্ষমতায় থাকবে না, তখন মানুষের উপর এই অত্যাচারের কড়ায় গন্ডায় হিসেব নেওয়া হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *