কী জানালেন মুখ্যমন্ত্রী?
বিধানসভায় ফের মুখ্যমন্ত্রীর মুখে উঠে আসে গেরুয়া রং নিয়ে রাজনীতির প্রসঙ্গ। তিনি বলেন, ‘ক্রিকেট, ফুটবল সব গেরুয়া করছেন। গরুয়া করতে গিয়ে গেরুয়া।।গ গ করতে গিয়ে গেরুয়া। সুস্বাস্থ্য কেন্দ্র রঙ গেরুয়া করতে বলছে। না হলে টাকা বন্ধ। জমিদারি করছে মনে হচ্ছে। আমি ইচ্ছা করলে মা মাটি মানুষ ব্র্যান্ড করতে পারতাম। করিনি। সি এম স্কিম করতে পারতাম। কই আমি তো করিনি।’
মুখ্যমন্ত্রী এদিন বিধানসভায় জানান, একশো দিনের কাজের টাকা দেননি। তারপরেও আমরা এক নম্বর। আমাদের টাকা আমাদের দেয় না, আমাদের প্রাপ্য টাকা দিয়ে নিজেদের ছবি লাগাচ্ছে। তিনি বলেন, ‘২১ লাখ মানুষ ১০০ দিন কাজ শেষ করার পরেও টাকা দেওয়া হল না। তখন মুখে লিউকো প্লাস্ট লাগিয়ে রাখলেন।’
BJP বিধায়কদের নিশানা
মুখ্যমন্ত্রীর আক্রমণের মুখে পড়েন BJP বিধায়করা। বিধায়কদের উদ্দেশে তিনি বলেন, ‘বিধায়কদের তহবিলে টাকা বাড়িয়ে দেওয়া হচ্ছে দিনের পর দিন। তখন তো কিছু বলেন না?’ এরপরেই তিনি বলেন, রাজ্যের ২১ লাখ মানুষের টাকা আটকে রাখা হয়। অনেকের কোটি কোটি টাকা আছে, যাঁদের দরকার নেই। ২১ লাখ মানুষের টাকা আটকে রাখা হয়। তখন আপনাদের মন কাঁদে না। আর একটার বদলে দুটি বিড়ি খেলে চোর বলেন। রাজ্যের এত সংখ্যক মানুষ কেন্দ্রীয় সরকারের কাছ থেকে প্রাপ্য টাকা থেকে বঞ্চিত হয়ে রয়েছেন, সে নিয়ে BJP বিধায়কদের কটাক্ষ করেন তিনি।
BJP বিধায়কদের উদ্দেশে হুঙ্কারের সুরে এদিন আরও জানান, কে কোথায় টাকা রাখছে আমরা সব খোঁজ রাখছি। এখন ওঁরা ক্ষমতায় আছে। সেই কারণে ইডি সিবিআইকে পাঠানো হচ্ছে। তিনি বলেন, ‘তোমরা যখন ক্ষমতায় থাকবে না, তখন মানুষের উপর এই অত্যাচারের কড়ায় গন্ডায় হিসেব নেওয়া হবে।