জন্মদিনে বাড়ির সামনে জনজোয়ার, জিতের ফ্যানেদের কটাক্ষ রানার, কী বলছেন সুপারস্টার?


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বৃহস্পতিবার ছিল সুপারস্টার জিতের(Jeet) জন্মদিন। বলিউডের শাহরুখ-সলমানের মতোই জন্মদিনে জিৎকে এক ঝলক দেখতে তাঁর ফ্যানেরা হাজির হন সুপারস্টারের বাড়ির সামনে। একটি ভিডিয়ো পোস্ট করে তাঁর টিম। সেখানেই দেখা যায় জিতের বাড়ির সামনে জনজোয়ার। সুপারস্টারকে এক ঝলক দেখতে ফ্যানেরা ভিড় জমিয়েছে। সেই ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিয়ো দেখেই জিতের ফ্যানেদের একহাত নিলেন প্রযোজক রানা সরকার।

আরও পড়ুন- Shah Rukh Khan: ‘জীবন গড়ার তাগিদে শহর ছেড়েছি কিন্তু…’ ‘ডাঙ্কি’র নয়া গানে চোখে জল শাহরুখ-সোনুর…

রানার দাবি যে জিতের শেষ ছবি ‘মানুষ’, যা মুক্তি পেয়েছিল গত শুক্রবার। সেই ছবি ইতোমধ্যেই ফ্লপ। রানা জিতের ফ্যানেদের উদ্দেশ্যে বলেন, যদি তাঁরা প্রিয় তারকার বাড়ির সামনে না এসে সিনেমা হলে যেতেন তাহলে ছবি সুপারহিট হত। রানা সরকারের এহেন মন্তব্য থেকে শুরু হয়েছে নয়া বিতর্ক। অনেকেই রানার মন্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন।

সোশ্যাল মিডিয়ায় রানা লেখেন, ‘সুপারষ্টার জিৎকে জন্মদিনের শুভেচ্ছা…একটাই প্রশ্ন মনে, যতজন ফ্যান জিদ্দার বাড়ির সামনে জমা হয়েছে জন্মদিনের শুভেচ্ছা জানাতে তারা কি জিদ্দার সিনেমা দেখতে হলে গেছে? গেলে ‘মানুষ’ সিনেমাটা এতবড় ফ্লপ হতনা। এতে জিদ্দার কোনো দোষ নেই, যে ফ্যানরা সিনেমা দেখতে যায়নি তারাই দোষী। বাড়ি না গিয়ে সিনেমা হল ভরিয়ে দিলে সবচেয়ে বেশি খুশির উপহার হত। আমাকে খিস্তি দেওয়ার হলে দিন, কিন্তু বিষয়টা ভেবে দেখুন জিৎ ফ্যানরা, বিগত পাঁচ বছরে জিদ্দার কোনো হিট সিনেমা নেই। আজ জন্মদিনে প্রতিজ্ঞা করুন আপনার প্রিয় জিদ্দার পরবর্তী সিনেমা হিট করাবেন।

রানার এই পোস্টের পরে তাঁকে সরাসরি কিছু না বললেও শুক্রবার জিৎ তাঁর ফ্যানেদের জানিয়েছেন ভালোবাসা ও কৃতজ্ঞতা। শুক্রবার ফ্যানেদের সঙ্গে কয়েকটি সেলফি শেয়ার করে অভিনেতা লেখেন, ‘আমার জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। হৃদয় থেকে ধন্যবাদ তাঁদের যাঁরা আমার বাড়িতে এসে আমাকে ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানিয়েছেন, আমাকে মনে করিয়েছেন আমি স্পেশাল। এত ভালোবাসার জন্য ধন্যবাদ’।

আরও পড়ুন- Rakhee Gulzar: ‘রাখীদি স্ক্রিপ্ট শোনার সঙ্গে সঙ্গে…’ স্বপ্নপূরণের গল্প শোনালেন শিবপ্রসাদ-নন্দিতা!

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *