BJP News: পাখির চোখ বারাসত কেন্দ্র! পদ্মের প্রার্থী হতে ইচ্ছুক একাধিক নামী তারকারা, দল বলল… – celebrity faces wants to contest from barasat on behalf of west bengal bjp as per source


১৮ সংখ্যাটা নিয়ে যেতে হবে ৩৫-এ! অঘোষিত টার্গেট পূরণে এখন তৎপর বঙ্গ গেরুয়া শিবির। আর সেই কারণে তুমুল তৎপরতা গেরুয়া শিবিরে। শহরতলীর কেন্দ্রগুলির মধ্যে অন্যতম বারাসত। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে সংশ্লিষ্ট কেন্দ্রে রাজ্য শাসক দলের হেভিওয়েট প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে BJP ভোটযুদ্ধে সৈনিক করে মৃণাল কান্তি দেবনাথকে। যদিও প্রায় ৪৬ শতাংশের কাছাকাছি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন কাকলি ঘোষ দস্তিদার।

এবার এই কেন্দ্রকে পাখির চোখ করতে চাইছে বিজেপি। শোনা যাচ্ছে, সংশ্লিষ্ট কেন্দ্র থেকে একাধিক তারকা মুখ বিজেপির হয়ে লড়াই করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। জানা গিয়েছে, সংশ্লিষ্ট কেন্দ্রে মুখ খুঁজতে একটি সমীক্ষা করা হয়েছে গেরুয়া শিবিরের পক্ষ থেকে। এর মধ্যেই রয়েছে একাধিক হেভিয়েটের নাম। শুধু তাই নয়, অনেকে আবার তারকা বা সেলিব্রিটি হিসেবেও পরিচিত। যদিও এতে বিস্তর আপত্তি রয়েছে দলীয় নেতার একাংশের মধ্যেই।

গতবার উত্তর ২৪ পরগনায় রাজ্য শাসক দলের অন্যতম সাংগঠনিক ক্ষমতা বা বল ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। জেলার সংগঠন তিনি সাজিয়েছিলেন নিজের মতো করে। ভোটবাক্সেও দেখা গিয়েছিল তাঁর নীতির ফলাফল। এবার রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার কারণে তাঁকে ছাড়াই লোকসভা নির্বাচনের সমর নীতি সাজাতে হবে তৃণমূলকে।

উত্তর ২৪ পরগনার সভা থেকে একপ্রকার তৃণমূল নেত্রী স্পষ্ট করে দিয়েছেন যে তাঁর গড়ে দেওয়া কমিটির সদস্যরাই দেখভাল করবেন সংশ্লিষ্ট জেলার। অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে সুজিত বসুকে। অন্যদিকে, সেভাবে বারাসতে বিজেপির সংগঠন নেই বললেই চলে। গত বছর যাঁকে প্রার্থী করেছিল দল নির্বাচনের পর তাঁকে সেভাবে দেখা যায়নি। শুধু তাই নয়, দলীয় কর্মীদের একাংশের কথায়, নির্বাচনের পর তাঁর সাংগঠনিক ‘নিষ্ক্রিয়তা’-র জন্য বিপাকে পড়তে হয়েছিল দলীয় কর্মীদের।

সেক্ষেত্রে সাংগঠনিকভাবে সক্রিয় কোনও একজন বারাসতের প্রার্থী হোক, এমনটাই চাইছেন স্থানীয় বিজেপি নেতা কর্মীরা। সূত্রের খবর, প্রার্থী হিসেবে ২০ জনের নাম উঠে এসেছে।

Amit Shah Rally : হঠাৎ বাতিল অমিত শাহের বঙ্গ সফর, কেন এই সিদ্ধান্ত?
এই প্রসঙ্গে বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তরুণ কান্তি ঘোষ বলেন, ‘এই বিষয়ে এখনই কোনও মন্তব্য করা সম্ভব নয়। পুরোটি দলের অভ্যন্তরীণ বিষয়। আমাদের কাছে প্রার্থী পদের জন্য নাম দলের তরফে চাওয়া হয়। আমরা একাধিক নাম জমা দিয়েছি।’ সবমিলিয়ে বারাসতে বিজেপির প্রার্থী কে হবেন? তা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *