অভিষেক বন্দ্যোপাধ্যায়,‘সিবিআই দিয়ে অত্যাচার করিয়ে…’, উলুবেড়িয়ায় সুলতান আহমেদের মৃত্যু নিয়ে বিস্ফোরক অভিষেক – abhishek banerjee blamed cbi for demise of ex mp sultan ahmed at uluberia lok sabha election rally


সিবিআইয়ের চাপে মৃত্যু হয়েছে হাওড়ার উলুবেড়িয়া কেন্দ্রের প্রাক্তন সাংসদ সুলতান আহমেদের। উলুবেড়িয়ায় নির্বাচনী প্রচারে গিয়ে এমনটাই দাবি করলেন তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় এজেন্সির পাশাপাশি সভা থেকে বিজেপিকে আক্রমণ অভিষেকের।শনিবার হাওড়ার উলুবেড়িয়া কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রয়াত সাংসদ সুলতান আহমেদের স্ত্রী সাজেদা আহমেদের প্রচারে হাজির ছিলেন অভিষেক। পাঁচলার নেতাজি সংঘের মাঠে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাজদা আহমেদের সমর্থনে আয়োজিত হয় নির্বাচনী জনসভা। সেখানেই অভিষেক বলেন, ‘সুলতান আহমেদ এই লোকসভা কেন্দ্রের মানুষের সর্বক্ষণের কর্মী সঙ্গী ছিলেন। সিবিআই দিয়ে অত্যাচার করিয়ে মানুষটাকে প্রাণে মারা হয়েছে।’ কেন্দ্রীয় এজেন্সিকে বিজেপি সরকারের অপব্যবহার নিয়ে এর আগে একাধিকবার সরব হয়েছেন অভিষেক। এবার আরও বিস্ফোরক দাবি করলেন তিনি। উল্লেখ্য, উলুবেড়িয়া কেন্দ্রের প্রাক্তন সাংসদ ছিলেন সুলতান আহমদ।

২০১৭ সালে তাঁর মৃত্যুর পর এই কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের টিকিটে দাঁড়ান তাঁর স্ত্রী সাজদা আহমেদ। সেইবার তিনি বিপুল ব্যবধানে জয়যুক্ত হন। এরপর ২০১৯ সালের লোকসভা ভোটেও এই কেন্দ্র থেকে জিতে আসেন তিনি। এদিনের সভা থেকে অভিষেক বলেন, ‘ প্রয়াত সাংসদ সুলতান আহমেদের সহধর্মিনী সাজদা আহমেদ শুধু ভোট চাইতে নয়, বিজেপিকে চূর্ণ-বিচূর্ণ করতে আপনাদের কাছে ভোট দোয়া চাইতে এসেছেন। আপনারা সাজদা আহমেদের পাশে থেকে তাঁকে ভোট দিয়ে জেতাবেন।’

উল্লেখ্য, এর আগে সুলতান আহমেদের মৃত্যু নিয়ে সরব হয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, নারদা কাণ্ডের তদন্তের সময় মানসিক চাপে ছিলেন তিনি। এরপর সিবিআইয়ের জেরা চলাকালীন তাঁর মানসিক চাপ আরও বাড়ে। মানসিক চাপ সহ্য করতে না পেরেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি। সেই প্রসঙ্গ টেনে এদিন সরাসরি সিবিআইকে দায়ী করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

নেই জমি-বাড়ি, বিনিয়োগও শূন্য! অভিষেকের মোট সম্পত্তি কত?
অভিষেকের এদিনের বক্তৃতায় যথারীতি উঠে আসে সন্দেশখালির প্রসঙ্গ। সন্দেশখালির একটি ভিডিয়ো প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে বিজেপির বিরুদ্ধে চূড়ান্ত সমালোচনা শুরু করেছে তৃণমূল। এদিনের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সন্দেশখালি সন্দেশখালি হাওয়া তুলে বিজেপি ভারতবর্ষে বাংলার মানুষকে ছোট করার চেষ্টা করেছিল। ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছিল। যদিও সন্দেশখালি প্রমাণ করে দিয়েছে বিজেপি দলটাই জালি। বিজেপি নিজেদের স্বার্থ চরিতার্থ করতে বাংলার ১০ কোটি মানুষকে দেশের ১৪০ কোটি মানুষের কাছে ছোট করেছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *