বোলপুর লোকসভা কেন্দ্র,’৩ লাখ ভোটের ব্যবধানে জিতবেন অসিত মাল’, নানুরে আগেভাগেই বিজয়োৎসব কাজলের – tmc leader kajal sheikh has arranged a win rally at birbhum nanur after 4th phase lok sabha election


চতুর্থ দফার নির্বাচন শেষ হওয়ার পর ২৪ ঘণ্টাও পেরোয়নি। তারই মাঝে ঢাক বাজিয়ে নানুরের পাপুড়ি গ্রামে বিজয় মিছিল তৃনমূলের। ৭০ হাজার মিষ্টি বিতরণ করলেন তৃণমূল নেতা তথা জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। আর এই ঘটনাকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে বীরভূম জেলার রাজনীতিতে।চতুর্থ দফার লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর নানুরের পাপুড়ি গ্রামে রীতিমতো ঢাক বাজিয়ে তৃনমূলের তরফে বিজয় মিছিল করা হয়। মঙ্গলবার কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক এই মিছিলে অংশ নেন। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাজি সহ অনান্যরা। এদিন পাপুড়ি গ্রামে তৃনমূলের দলীয় কার্যালয় থেকে নিজে হাতে ৭০ হাজার মিষ্টি বিতরণ করেন কাজল শেখ।

সোমবার বোলপুর ও বীরভূম এই দুটি লোকসভা কেন্দ্র নির্বাচন সম্পন্ন হয়েছে। বোলপুর লোকসভার তৃনমূলের প্রার্থী অসিত মাল প্রায় তিন লাখ ভোটের ব্যবধানে জিতবেন আগেই দাবি করেছেন, তৃনমূল নেতা তথা জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। আর সেই কারণেই এদিন এই বিজয় মিছিলের আয়োজন করা হয় স্থানীয় তৃণমূল নেতৃত্ব সূত্রে খবর।

এই বিষয়ে তৃণমূল নেতা তথা জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বলেন, ‘আমরা ৩৬৫ দিন পড়াশোনা করি। তাই আমাদের ফল ভালো হবে এটাই আশা করি।’ কার্যত চ্যালেঞ্জের সুরে কাজল বলেন, ‘ফলাফল ঘোষণার দিন মিলিয়ে নেবেন। বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী অসিত মাল ৩ লাখ ভোটের ব্যবধানে জিতে গিয়েছেন, এটা আমরা ধরেই নিয়েছি, তাই আজ বিজয় মিছিলের আয়োজন করেছি এবং মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেছি।’ এদিকে এই বিজয় মিছিলকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপির বোলপুর জেলা সাংগঠনিক সভাপতি সন্ন্যাসীচরণ মণ্ডল‌। তিনি বলেন, ‘শেষ হাসি আমরাই হাসব। ওদের বিজয় মিছিল বৃথা হবে। মিলিয়ে নেবেন রেজাল্টের দিন।’

প্রসঙ্গত, এবারে অনুব্রত মণ্ডলকে ছাড়াই লোকসভা ভোটের লড়াইতে নামে তৃণমূল কংগ্রেস। গোরু পাচার মামলার গ্রেফতার হয়ে বর্তমানে দিল্লির তিহার জেলে বন্দি রয়েছেন কেষ্ট মণ্ডল। তাঁর অনুপস্থিতিতে জেলায় কোর কমিটি গঠন করে দেয় তৃণমূলের শীর্ষ নেতা। ভোটের দিন সকাল থেকেই ময়দানে দেখা যায় দুই লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীকে। জয়ের বিষয়ে বারেবারেই নিজেদের আত্মবিশ্বাস প্রদর্শন করেছেন তাঁরা। আর এবার আগে ভাগে বিজয় মিছিলও সেরে ফেলল দল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *