লোকসভা নির্বাচনের চতুর্থ দফা শেষ হয়েছে। এখনও তিনটি দফা বাকি আছে। দু’দিন আগে রাজ্যে প্রচারে এসে অমিত শাহ জানিয়ে গিয়েছিলেন, চারটি দফার নির্বাচনেই ২৭০টি আসন জয়ের লক্ষ্যমাত্রা পার করে গিয়েছে বিজেপি। এবার বাকি তিনটি আসনে ৪০০ আসন দখলের লক্ষ্যের দিকে এগোচ্ছে বিজেপি। পালটা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি সভা থেকে দাবি করেছেন, বিজেপি এবার গোটা দেশে ১৯০-১৯৫টি আসন পেতে চলছে। ২০০-র গণ্ডি বিজেপি পার হতে পারবে না বলে জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, সন্দেশখালির বেড়মজুর এলাকায় নতুন করে আন্দোলনে নেমেছেন মহিলারা। বিজেপির সমর্থনে আন্দোলন শুরু করেছেন মহিলারা। বিষয়টি নিয়ে অধীর চৌধুরী বলেন, ‘আমরা চাই সন্দেশখালি মহিলাদের উপর অত্যাচার বন্ধ হোক এবং যারা অত্যাচারী যাতে ধর্ষণকারী তাদের যেন সাজা হোক এই বাংলাতে এরা সন্দেশখালি করবার মতন সাহস না হয় এরকম শাস্তি ব্যবস্থা গ্রহণ করতে হবে এটাই আমাদের দাবি।’
সন্দেশখালির মহিলাদের পাশে টাকার বার্তা দেন অধীর। তিনি বলেন, ‘সন্দেশখালি মা-বোনদের পাশে আমি নৈতিকভাবে আছি। তারা কী করে জানার দরকার নেই। কোন দলকে ভোট দেবে জানা দরকার নেই, সন্দেশখালি মা-বোনদের লড়াই সমর্থন করি।’ এই প্রসঙ্গে রাজ্যের শাসক দল এবং পুলিশকে একযোগে আক্রমণ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি বলেন, ‘ সারা বাংলা জুড়ে তৃণমূল ও পুলিশের সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। কেন্দ্রীয় বাহিরে চলে গেলে আরও সন্ত্রাস হবে।’
