
রাস্তা বন্ধ রাখার নোটিশ
উল্লেখ্য উত্তরবঙ্গে জারি রয়েছে ভারী বৃষ্টিপাত। হাওয়া অফিস জানাচ্ছে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা আরও বাড়তে পারে। ভারী থেকে অতি ভারী, এমনকী কোথাও কোথাও প্রবল বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এক্ষেত্রে প্রবল বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আলিপুরদুয়ারে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহারের মতো জেলাতেও হতে পারে অতি ভারী বৃষ্টিপাত। এরপর শুক্রবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। পাশাপাশি কোচবিহার এবং কালিম্পঙেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এরপর শনিবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের উপরের দিকের জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে।
লাগাতার বৃষ্টির জেরে উত্তরের পার্বত্য এলাকায় ধসের আশঙ্কা থাকছেই। ফলে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে সড়ক যোগাযোগ। আর জাতীয় সড়কে দেখা গেল তেমনটাই ছবি। একইসঙ্গে অতিরিক্ত বৃষ্টিতে বাড়তে পারে নদীগুলির জলস্তর বাড়তে পারে। পাশাপাশি নীচু জায়গাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কাও থাকছে। একইসঙ্গে ভারী বৃষ্টিতে জমির ফসলেরও ক্ষতি হতে পারে।