আজ উল্টো রথ। এবার পালা দাদা বলভদ্র ও বোন সুভদ্রার সঙ্গে জগন্নাথ মহাপ্রভুর পুরীর মন্দিরে ফেরার পালা। মাসির বাড়িতে আদর যত্ন খেয়ে আজ ১৫ জুলাই রওনা দেবে জগন্নাথের রথ। সোজা রথের মতোই মহা ধুমধামের সঙ্গে আয়োজিত হয়েছে উল্টো রথের। কিন্তু বাঁকুড়ার শিব মন্দিরে এক অন্য চিত্র দেখা গিয়েছে। একে তো রথ তার উপরে শুভ লগ্ন। এমন দিনেই বিয়ের পিঁড়িতে বসেছেন নতুন বর-কনেরা। একটা বা দুটো বিয়ে নয় একই সঙ্গে চলছে একাধিক বিয়ে। হঠাৎ দেখে মনে হতেই পারে গণবিবাহ, তবে তেমনটা একেবারেই নয়। বাঁকুড়ার এক্তেশ্বর শিব মন্দিরে ধরা পড়েছে এমনই ছবি। গণবিবাহ নয়, শুভ লগ্নে বিবাহ অভিযান সারতেই এসেছেন তাঁরা সবাই। আসুন দেখে নিন এই ভিডিয়ো।