আরজি কর কাণ্ডের প্রতিবাদ মিছিল থেকে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়েকে হুমকির অভিযোগে ধৃত দুই আইএসএফ কর্মীকে তিন দিনের পুলিশের হেফাজতে রাখার নির্দেশ দিল আদালত।উত্তর ২৪ পরগনার মিনাখাঁ থেকে ওই ২ আইএসএফ কর্মীকে গতকাল গ্রেপ্তার করা হয়। আজ তাদের ডায়মন্ড হারবার আদালতে তোলা হলে বিচারক ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। সরকারি আইনজীবি মাহাবুবার গায়েন জানান, ধৃত মাসুদুর রহমান মোল্লা ও জসিমউদ্দিন মোল্লাকে ডায়মন্ড হারবার থানার পুলিশ গতকাল গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, দিন কয়েক আগে আরজি কর কাণ্ডের প্রতিবাদে ভাঙ্ড় থানা এলাকার কাঁঠালিয়া থেকে ঘটক পুকুর পর্যন্ত প্রতিবাদ মিছিলের ডাক দেয় আইএসএফ। সেই মিছিল থেকেই হুমকি দেয় ওই দুই যুবক।
পুলিশ জানায়, দিন কয়েক আগে আরজি কর কাণ্ডের প্রতিবাদে ভাঙ্ড় থানা এলাকার কাঁঠালিয়া থেকে ঘটক পুকুর পর্যন্ত প্রতিবাদ মিছিলের ডাক দেয় আইএসএফ। সেই মিছিল থেকেই হুমকি দেয় ওই দুই যুবক।
এক মহিলা সেই হুমকির ছবি সমাজ মাধ্যমে পোস্ট করেন। সেই পোস্ট দেখে রাজ্য শিশু সুরক্ষা কমিশন পুলিশকে আইনি পদক্ষেপ করতে বলে। পুলিশ কী পদক্ষেপ করল তাও রিপোর্ট পেশ করে জানাতে বলে কমিশন। কমিশন এক বিবৃতি দিয়ে জানায়, এই ধরণের হুমকি সমাজের পক্ষে বিপজ্জনক। তাছাড়া, হুমকির জেরে ওই শিশু কন্যার নিরাপত্তা নিয়ে সংশয় দেখা দেবে। পুলিশ জানায়, কার বা কাদের মদতে গ্রেপ্তার হওয়া দুই যুবক হুমকি দিয়েছিল তা জানার চেষ্টা চলছে। হুমকির ঘটনায় আর কেউ জড়িত থাকলে তাদেরও গ্রেপ্তার করা হবে।