Jasprit Bumrah | IND vs PAK Champions Trophy 2025: ভারত-পাক ম্যাচে বুমরাকে পেল টিম ইন্ডিয়া, খেলার আগে জয় দিলেন আইসিসি-র চার পুরস্কার


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy 2025) পড়শি রাষ্ট্র বাংলাদেশকে হারিয়েই ভারতের অভিযান শুরু হয়েছে। দুবাই আন্তর্জাতিক ত্রিকেট স্টেডিয়ামে ভারত ২১ বল হাতে রেখে, হেলায় বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে আইসিসি-র শোপিস ইভেন্টের বোধন করেছে। আজ, রবিবার দুবাইয়ে ‘মাদার অফ অল ব্যাটল’-এ মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান (IND vs PAK Champions Trophy 2025)। খেলা শুরুর আগেই টিম ইন্ডিয়া দেখা পেয়ে গেল দলের স্টার পেসার জসপ্রীত বুমরাকে (Jasprit Bumrah)। 

আরও পড়ুন: ৭০৭ রানের লাহোরে ইতিহাসের ভাঙা-গড়া! ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে রেকর্ডবন্যা…

চোটের কারণে বুমরা শেষ মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছেন। কিন্তু এদিন তিনি দুবাইয়ে এসে দলের সঙ্গে দেখা করেন। রোহিত শর্মাদের সঙ্গে খোশমেজাজে বেশ কিছুক্ষণ গল্প করেন। বুমরার একদিন রথ দেখা ও কলা বেচা একই সঙ্গে সারলেন। হেভিওয়েট ডুয়েলে খেলতে না পারলেও, ভিআইপি বক্স থেকে তিনি টিমের হয়ে যেমন সমর্থন করবেন, তেমনই গতবছরে আইসিসি-র চার পুরস্কারও তিনি খেলার আগে পেয়ে গেলেন আইসিসি-র চেয়ারম্যান জয় শাহের থেকে। 

আরও পড়ুন: বাবরকে ফিরিয়ে সাময়িক স্বস্তি টিম ইন্ডিয়ার…

বুমরা গতবছর আইসিসির বর্ষসেরা পুরুষ ক্রিকেটার, আইসিসির বর্ষসেরা পুরুষ টেস্ট ক্রিকেটার হয়েছেন। পাশাপাশি তিনি আইসিসির বর্ষসেরা পুরুষ টেস্ট দল ও টি-টোয়েন্টি দলেও জায়গা করে নিয়েছে। পদক ও স্মারক টুপি পেয়েছেন বুমরা। প্রতিবেদন লেখার সময়ে পর্যন্ত ৯ ওভারের খেলা শেষ হয়েছে। পাকিস্তান ৪৭ রানে এক উইকেট হারিয়েছে। ৮.২ ওভারে হার্দিক পান্ডিয়ার বলে কেএল রাহুলের হাতে খোঁচা দিয়ে ফিরেছেন ওপেনার বাবর আজম।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *