প্ল্যান করেই খুন করা হয় ২২-এর রাহুলকে‌! পার্ক স্ট্রিট কাণ্ডে সামনে এল হাড়হিম সত্যি…| 22 year old Rahul was murdered in a planned attack Shocking details emerge in the Park Street case


বিক্রম দাস: পার্ক স্ট্রিটে হোটেলে খুনের ঘটনায় চাঞ্চলকর তথ্য। পূর্ব পরিকল্পনা করে হোটেল এ কিছু ঘণ্টার জন্য নিয়ে গিয়ে খুন। খুনের পর যাতে কোনও প্রমাণ পুলিস না পায় তা নিশ্চিত করতে চেয়েছিল অততায়ীরা। সম্ভবত বেড শিট দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়,সেই বেশ শিট সঙ্গে করে নিয়ে গিয়েছে আততায়ীরা।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:Ajker Rashifal | Horoscope Today: নিজের উপর বেশি চাপ নেবেন না মেষ, অতিরিক্ত খরচ হয়ে যেতে পারে ধনুর…

হোটেলের মধ্যে খাওয়া মদের বোতল ও সিগারেটের বাডস গুলো পর্যন্ত নিয়ে গেছে দুষ্কৃতিরা। ভুল আধার কার্ড দিয়ে হোটেলে রেজিস্ট্রেশন করা হয়। অভিযুক্ত দেড় সিসিটিভি সূত্র ধরে শনাক্ত করার চেষ্টা পুলিসের। হোটেলে ঢোকার আগেও তিনজন একসঙ্গে মদ্যপান করে বলে জানতে পেরেছে পুলিস।

উল্লেখ্য, শুক্রবার পার্ক স্ট্রিটের রফি আহমেদ কিদওয়াই রোডে এক গেস্ট হাউস থেকে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। জানা যায়, মৃত যুবকের নাম রাহুল লাল। ২২-২৩ বছর বয়স। পার্ক স্ট্রিটে থানা এলাকার কলিল রোডের বাসিন্দা। 

চলতি মাসের ২২ তারিখ হোটেলটিতে চেক ইন করেন রাহুল। সঙ্গে কয়েকজন ছিলেন। তবে যুবকের নামে চেক ইন করা হয়নি বলেই জানা গিয়েছে। তারপর তাঁর সঙ্গীরা রুম থেকে চলে যান। তবে একদিন পেরিয়ে গেলেও যুবককে দেখা যায়নি। রুম থেকে কোনও সাড়াও পাওয়া যাচ্ছিল না। শুক্রবার সকালে হোটেলের কর্মীরা দরজা খুলতেই পচা গন্ধ পান। বক্স খাট খুলতেই মেলে দেহ।

আরও পড়ুন:Stunt Video: খুনি রিলসের জিভে ফের রক্তের স্বাদ‌! রেলব্রিজের উপর মোবাইল শ্যুটে মগ্ন কিশোর একধাক্কায় শেষ…

ওই ব্যক্তির নামে হোটেলের তিন তলার একটি ঘর বুক করা হয়েছিল৷ কিন্তু গতকাল হোটেল থেকে চেক আউট করেন ওই ব্যক্তি৷ এর পর এ দিন ওই ঘরে নতুন একজন আবাসিক আসেন৷ তিনিই হোটেলের ঘরের ভিতর থেকে পচা গন্ধ পেয়ে হোটেলের কর্মীদের জানান৷ তখনই খোঁজাখুঁজির পর ঘরের ভিতরে থাকা বক্স খাটের ভিতরে ওই যুবকের দেহ উদ্ধার হয়৷ রফি আহমেদ কিদওয়াই রোডের ওই গেস্ট হাউজ থেকে শুক্রবার সকালে পচাগলা গন্ধ পান নিরাপত্তা কর্মীরা। তারা সঙ্গে সঙ্গে হোটেলের লোকজনকে জানায়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *