SIR খসড়া তালিকায় দাদু ‘মৃত’, ঠাকুমা ‘নিখোঁজ’, বাস্তবে দু’জনেই বহাল তবিয়তে জীবিত! ঘোর বিপাকে পরিবার… । one dead another missing in SIR Draft List in Asansol Salanpur Barabani family thrown in despair Bengal SIR


বাসুদেব চট্টোপাধ্যায়: জ্যান্ত দাদু ‘মৃত’! আর ঠাকুমা ‘নিখোঁজ’! এই সৃজনশীলতা SIR খসড়া ভোটার তালিকা। যা নিয়ে ঘোর চাঞ্চল্য সালানপুরে। আসানসোলের (Asansol) বারাবনি বিধানসভার অন্তর্গত সালানপুর ব্লকে SIR খসড়া ভোটার তালিকা (SIR Draft List) ঘিরে ছড়াল চরম বিভ্রান্তি ও চাঞ্চল্য। একই পরিবারের দুই প্রবীণ সদস্য জীবিত থাকা সত্ত্বেও একজনকে ‘মৃত’ এবং অন্যজনকে ‘নিখোঁজ’ হিসেবে দেখানো হয়েছে খসড়া ভোটার তালিকায়। ঘটনাটি সালানপুর গ্রামের মাঝি পাড়ার। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: Bengal Winter Update: মরসুমের শীতলতম দিন! ঘন কুয়াশা আর ক্রমহ্রাসমান উষ্ণতা-আবহে ঠকঠক করে কাঁপতে-কাঁপতেই কি বড়দিন?

‘মৃত’ আর ‘নিখোঁজ’

ওই এলাকার বাসিন্দা ৭০ বছরের ভীমচন্দ্র মণ্ডল এবং তাঁর ৮৮ বছরের দিদি সারথী মণ্ডল– দু’জনেই এখনও বহাল তবিয়তে। কিন্তু SIR খসড়া ভোটার তালিকায় নিজেদের নাম খুঁজতে গিয়ে পরিবারের সদস্যদের চোখ কপালে! তালিকায় ভীমচন্দ্র মণ্ডলের নামের পাশে লেখা ‘মৃত’! আর একই বাড়িতে থাকা তাঁর দিদি সারথী মণ্ডলের নাম দেখানো হয়েছে ‘নিখোঁজ’ হিসেবে।

বিপাকে পরিবার 

মণ্ডল পরিবার জানিয়েছে, গত ২৮ নভেম্বর পরিবারের সকল সদস্য একসঙ্গেই ফর্ম পূরণ করে নিজেদের এলাকার ১৪৪ নম্বর বুথের বিএলও-র কাছে জমা দিয়েছিলেন। পরিবারের অন্যান্য সদস্যদের নাম খসড়া তালিকায় থাকলেও, এই দুই প্রবীণ সদস্যের নাম এভাবেই এসেছে! এই দুই প্রবীণ সদস্যের নাম এরকম ভুলভাবে নথিভুক্ত হওয়ায় পরিবারটি চরম বিপাকে পড়েছে।

আরও পড়ুন: Top Seven Coldest Villages: ‘অবিশ্বাস্য’ বললে কম বলা হয়! -৬৭ ডিগ্রির নীচে কাটাচ্ছে মানুষ! পৃথিবীর শীতলতম সাত গ্রাম, যেখানে…

শিল্পাঞ্চলে ভুল

শুধু এই পরিবারই নয়, একই বুথের আর এক বাসিন্দা তন্দ্রা বন্দ্যোপাধ্যায়ের নামও খসড়া ভোটার তালিকায় ‘নিখোঁজ’ হিসেবে উঠে এসেছে। শিল্পাঞ্চল জুড়ে এই ধরনের একাধিক ভুল সামনে আসছে বলে অভিযোগ। জীবিত ভোটারের নাম মৃত বা নিখোঁজ দেখানোয় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে SIR প্রক্রিয়ার নির্ভুলতা নিয়ে। এই গুরুতর ত্রুটি নিয়ে নির্বাচন কমিশন কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *