West Bengal Election : তমলুকের সমবায় নির্বাচনে তুলকালাম, তৃণমূল-BJP সংঘর্ষে দফায় দফায় উত্তেজনা – tamluk samabay samiti election 2022 clash breaks out between two groups


Produced by Tuhina Mondal | EiSamay.Com | Updated: 4 Dec 2022, 2:09 pm

তমলুকের খারুই গঠরা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ঘিরে তীব্র উত্তেজনা। এলাকায় কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ঠিক কী জানা যাচ্ছে ? রইল বিস্তারিত

 

Tamluk News
ফাইল ফটো

হাইলাইটস

  • 4 তারিখ অর্থাৎ রবিবার অনুষ্ঠিত হচ্ছে তমলুকের খারুই গঠরা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন।
  • এদিন নির্বাচনকে কেন্দ্র করে নিমিষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।
  • এদিন তৃণমূলের সঙ্গে অপর পক্ষের বচসা বাঁধে।
গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে আলোচনার কেন্দ্রে এসেছিল তমলুকের খারুই গঠরা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন। তীব্র গুঞ্জন ছড়িয়েছিল, ৪৩ আসন বিশিষ্ট এই সমিতির নির্বাচনে নাকি মেনে চলা হচ্ছে ‘নন্দকুমার মডেল’! যদিও বাম নেতৃত্ব স্পষ্ট জানিয়েছিল, কোনওভাবেই তৃণমূল ঠেকাতে গেরুয়া সঙ্গ দেওয়া হয়নি। একই বার্তা এসেছিল BJP-র তরফেও। ৪ তারিখ অর্থাৎ রবিবার অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন। এদিন নির্বাচনকে কেন্দ্র করে নিমিষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। এদিন তৃণমূলের সঙ্গে অপর পক্ষের বচসা বাঁধে। দু’পক্ষের বিবাদে মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কড়া পদক্ষেপ করে পুলিশ। আপাতত গোটা এলাকা মোড়া রয়েছে নিরাপত্তার চাদরে। উল্লেখ্য, সমবায় সমিতি নির্বাচন দলীয় প্রতীক পান না। কিন্তু, জোর গুঞ্জন উঠেছিল, এই নির্বাচনে নাকি বাম এবং BJP-র একটি বোঝাপড় হয়েছিল। এই বিষয়টি জেলা নেতৃত্বের নজরে আসতেই তারা নড়েচড়ে বসে। CPIM-এর জেলা সম্পাদক নিরঞ্জন সিহি জানান, এরিয়া কমিটিকে এই বিষয়ে সতর্ক করা হয়েছে দলীয় তরফে। সমবায় সমিতির নির্বাচনে দলের সমস্ত প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের কথা বলা হয়েছিল। তা মানা না হলে দল কড়া পদক্ষেপ করবে বলেও জানায়।

Abhishek Banerjee : ‘কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী’-র পালটা ‘RAC বিরোধী দলনেতা’, কাঁথিতে শুভেন্দুকে কটাক্ষ অভিষেকের
এদিকে শনিবারই ‘অধিকারী গড়’ হিসেবে পরিচিত কাঁথিতে সভা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সেখানে দাঁড়িয়ে অবাধ পঞ্চায়েত নির্বাচনের বার্তা দিয়ে এসেছেন। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি চ্যালেঞ্জ করেন শুভেন্দু অধিকারীকে। একইসঙ্গে BJP-কে তোপ দেগে তাঁর মন্তব্য ছিল কাঁথির মানুষ তৃণমূলকে চান। এই এলাকাটিকে ‘অধিকারী গড়’ হিসেবে না বলার জন্য মন্তব্য করেন অভিষেক। কাঁথিতে ‘এক ডাকে অভিষেক’-এর নম্বরও দিয়ে আসেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “এলাকার মানুষ কোনও সমস্যায় পড়লে আমাকে সরাসরি যোগাযোগ করবেন।” অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনে কাঁথিতে জয় পাওয়ার লক্ষ্যে এগিয়েছেন তিনি, তা কার্যত স্পষ্ট।
Abhishek Banerjee : ‘অক্টোপাসের মাথা’, দুর্নীতি ইস্যুতে নাম না করে শুভেন্দুকে আক্রমণ অভিষেকের
পাশাপাশি ডিসেম্বর মাসেই কাঁথিতে তৃণমূলে বড় যোগদানের ইঙ্গিত দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভা থেকে বলেন, “যদি দরজা খুলে দিই দলটাই উঠে যাবে। দরজাটা কি খুলব?” তাঁর এই মন্তব্যে রীতিমতো শোরগোল পড়ে যায়। তিনি জানান, ডিসেম্বরে দরজাটা খুলতে পারেন। সেক্ষেত্রে কি কাঁথিতে BJP-তে ভাঙন ধরবে? এই প্রশ্ন নিয়ে কিন্তু তোলপাড় চলছে।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *