তমলুকের খারুই গঠরা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ঘিরে তীব্র উত্তেজনা। এলাকায় কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ঠিক কী জানা যাচ্ছে ? রইল বিস্তারিত
হাইলাইটস
- 4 তারিখ অর্থাৎ রবিবার অনুষ্ঠিত হচ্ছে তমলুকের খারুই গঠরা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন।
- এদিন নির্বাচনকে কেন্দ্র করে নিমিষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।
- এদিন তৃণমূলের সঙ্গে অপর পক্ষের বচসা বাঁধে।
এদিকে শনিবারই ‘অধিকারী গড়’ হিসেবে পরিচিত কাঁথিতে সভা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সেখানে দাঁড়িয়ে অবাধ পঞ্চায়েত নির্বাচনের বার্তা দিয়ে এসেছেন। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি চ্যালেঞ্জ করেন শুভেন্দু অধিকারীকে। একইসঙ্গে BJP-কে তোপ দেগে তাঁর মন্তব্য ছিল কাঁথির মানুষ তৃণমূলকে চান। এই এলাকাটিকে ‘অধিকারী গড়’ হিসেবে না বলার জন্য মন্তব্য করেন অভিষেক। কাঁথিতে ‘এক ডাকে অভিষেক’-এর নম্বরও দিয়ে আসেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “এলাকার মানুষ কোনও সমস্যায় পড়লে আমাকে সরাসরি যোগাযোগ করবেন।” অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনে কাঁথিতে জয় পাওয়ার লক্ষ্যে এগিয়েছেন তিনি, তা কার্যত স্পষ্ট।
পাশাপাশি ডিসেম্বর মাসেই কাঁথিতে তৃণমূলে বড় যোগদানের ইঙ্গিত দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভা থেকে বলেন, “যদি দরজা খুলে দিই দলটাই উঠে যাবে। দরজাটা কি খুলব?” তাঁর এই মন্তব্যে রীতিমতো শোরগোল পড়ে যায়। তিনি জানান, ডিসেম্বরে দরজাটা খুলতে পারেন। সেক্ষেত্রে কি কাঁথিতে BJP-তে ভাঙন ধরবে? এই প্রশ্ন নিয়ে কিন্তু তোলপাড় চলছে।
পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ