বাসে থাকা যাত্রী রমেশ ভুঁইয়ের কথায়, ”প্রবল গতিতেই বাস চলছিল। আচমকাই সোজা চলতে চলতে রাস্তার উপরে উলটে যায় বাসটি। আমি কোন ক্রমে বেরিয়ে অন্য যাত্রীদেরও বাইরে বার করে আনি।” দীপালি সিনহা নামে এক যাত্রী বলেন, ”আসনে বসেছিলাম আচমকা ছিটকে পড়লাম। দেখলাম রাস্তার উপর উলটে গিয়েছে বাস।”
প্রচন্ড শব্দে উলটে যায় বাসটি। দুর্ঘটনার সময় বাসের ভিতরের সঙ্গে সঙ্গে ছাদেও প্রচুর যাত্রী ছিল। বাস দুর্ঘটনায় মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। কাটোয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জখমদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। বাসের সামনের ডানদিকের স্প্রিংপাতি ভেঙে দুর্ঘটিনা ঘটেছে বলে অনুমান। পুলিশ সূত্রে খবর, বাসটির চালক কর্মীরা পলাতক। সিসিটিভি পরীক্ষার পর বাসটির চালকের উপর অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু হয়েছে।
সম্প্রতি পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামে মারাত্মক দুর্ঘটনা (Ketugram Bus Accident) ঘটে। চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে কেতুগ্রামের বারান্দা গ্রামে সাঁকোর দেওয়ার ভেঙে খালে পড়ে যায় যাত্রীবাহী একটি বাস। এই দুর্ঘটনা ১২ জন বাসযাত্রী জখম হন। বৃহস্পতিবার সকালে কাটোয়া থেকে বীরভূমের (Birbhum) কীর্ণাহারের দিকে যাচ্ছিল একটি বেসরকারি যাত্রাবাহী বাস। চাকা ফেটে বাসটি সেতুর দেওয়াল ভেঙে খালে পড়ে যায়।
পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে।