Bardhaman Road Accident বর্ধমানের কাটোয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা। দ্রুত গতিতে চলা বাস আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে খেলনা গাড়ির মতো উলটে গেল রাস্তায়। বাসের মাথায় থাকা যাত্রীরা আছড়ে পড়েন রাস্তায়। ভিতরেও আসন থেকে ছিটকে পড়ে মারাত্মক আহত হন যাত্রীরা। আহত হয়েছে বাসের কমপক্ষে ৪০ জন যাত্রী।

কাটোয়া-বীরভূম রাজ্য সড়কে শহরের কাছেই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক বাসযাত্রীর। দুর্ঘটনার (Katwa Bus Accident) জেরে জখম ৪০ জন বাস যাত্রী। তিন জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাসে থাকা যাত্রী রমেশ ভুঁইয়ের কথায়, ”প্রবল গতিতেই বাস চলছিল। আচমকাই সোজা চলতে চলতে রাস্তার উপরে উলটে যায় বাসটি। আমি কোন ক্রমে বেরিয়ে অন্য যাত্রীদেরও বাইরে বার করে আনি।” দীপালি সিনহা নামে এক যাত্রী বলেন, ”আসনে বসেছিলাম আচমকা ছিটকে পড়লাম। দেখলাম রাস্তার উপর উলটে গিয়েছে বাস।”

Alipurduar Road Accident : পিকনিক যাওয়ার আনন্দ বদলে গেল কান্নায়, আলিপুরদুয়ারে বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

প্রচন্ড শব্দে উলটে যায় বাসটি। দুর্ঘটনার সময় বাসের ভিতরের সঙ্গে সঙ্গে ছাদেও প্রচুর যাত্রী ছিল। বাস দুর্ঘটনায় মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। কাটোয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জখমদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। বাসের সামনের ডানদিকের স্প্রিংপাতি ভেঙে দুর্ঘটিনা ঘটেছে বলে অনুমান। পুলিশ সূত্রে খবর, বাসটির চালক কর্মীরা পলাতক। সিসিটিভি পরীক্ষার পর বাসটির চালকের উপর অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু হয়েছে।

Bus Accident : সাঁকো ভেঙে খালে যাত্রীবোঝাই বাস, কেতুগ্রামে মারাত্মক দুর্ঘটনা

সম্প্রতি পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামে মারাত্মক দুর্ঘটনা (Ketugram Bus Accident) ঘটে। চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে কেতুগ্রামের বারান্দা গ্রামে সাঁকোর দেওয়ার ভেঙে খালে পড়ে যায় যাত্রীবাহী একটি বাস। এই দুর্ঘটনা ১২ জন বাসযাত্রী জখম হন। বৃহস্পতিবার সকালে কাটোয়া থেকে বীরভূমের (Birbhum) কীর্ণাহারের দিকে যাচ্ছিল একটি বেসরকারি যাত্রাবাহী বাস। চাকা ফেটে বাসটি সেতুর দেওয়াল ভেঙে খালে পড়ে যায়।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version