কলকাতার আবহাওয়া
শুক্রবার কুয়াশার চাদরে ঢেকেছে কলকাতা। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন কলকাতায় পরিষ্কার আকাশ থাকবে। সকালে হালকা কুয়াশা এবং পরে মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকার সম্ভবনা বেশি। শহরে আপাতত কোনও বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৪ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস।
রাজ্যের আবহাওয়ার হালহকিকত
সোমবারের পর ধীরে ধীরে কমতে থাকবে রাজ্যের তাপমাত্রা। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী সপ্তাহে শীতের আরও একটি দুর্দান্ত ইনিংসের সাক্ষী থাকতে পারে বঙ্গবাসী। আজ থেকে হালকা বৃষ্টি হবে সিকিমে । ১৪ এবং ১৫ জানুয়ারি হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পং জেলায়। দক্ষিণবঙ্গে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা তারপর কুয়াশা কেটে পরিষ্কার আকাশ থাকবে। এই তিনদিন অর্থাৎ শুক্র, শনি এবং রবিবার দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গ বা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। সোমবার থেকে নামতে শুরু করবে তাপমাত্রা। উত্তুরে হাওয় বওয়ার সম্ভাবনাও প্রবল।
দেশে বাড়বে ঠান্ডা?
আরও ২৪ ঘন্টা জম্মু-কাশ্মীর, কাশ্মীর ভ্যালি, হিমাচল প্রদেশ সহ উত্তর-পশ্চিম ভারতের হিমালয় সংলগ্ন পার্বত্য এলাকায় তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।। হালকা বৃষ্টির সম্ভাবনা পঞ্জাব সহ-সংলগ্ন এলাকায়। উত্তর-পশ্চিম ভারতে আগামী দুদিন তাপমাত্রা বাড়বে দুই থেকে চার ডিগ্রি। তারপর দুই থেকে তিন দিন একই রকম আবহাওয়া। ফের তাপমাত্রা কমবে ৫ ডিগ্রি পর্যন্ত উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। পূর্ব ভারতের রাজ্যগুলিতে শনিবার পর্যন্ত তাপমাত্রা বাড়বে ২ থেকে ৪ ডিগ্রি। ফের সোমবারের পর তাপমাত্রা কমতে পারে। আগামী কয়েকদিন পঞ্জাব, দিল্লি, হরিয়ানার মতো রাজ্যগুলিতে ঘন কুয়াশার কারণে মারাত্মক কমতে পারে দৃশ্যমানতা।