West Bengal Weather: বেশ কয়েকদিন ধরে বঙ্গে জাঁকিয়ে শীত পড়েছে। বড়দিন ও নববর্ষে প্রত্যাশা পূরণ না হলেও পৌষ সংক্রান্তির আগে আবহাওয়ার এই পারদ পতন চেটে পুটে উপভোগ করছিল বাঙালি জাতি। ঠান্ডার কারণে মকর সংক্রান্তিতে যাঁরা পূণ্যস্নানে যেতে এখনও দ্বিধা বোধ করেছিলেন। তাঁরা নিশ্চিন্ত বোধ করতে পারেন। কারণ আপতত রাজ্যে পারদ পতনের সম্ভাবনা কম। শীতপ্রিয় বাঙালির মন খারাপ করে আলিপুর আবহাওয়া দফতর (IMD Kolkata) জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টা তাপমাত্রা বৃদ্ধি পাবে। তবে হতাশ হওয়ার কোনও কারণ আপাতত নেই। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, রবিাবার অবধি তাপমাত্রা বাড়লেও সোমবার থেকে ফের নিম্নমুখী হতে পারে তাপমাত্রা। মকর সংক্রান্তিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া এবং হালকা শীতের আমেজে সংক্রান্তির পূন্যার্থীরা স্নান করতে পারবেন সাগরে। হাড়কাঁপানো ঠান্ডা বা জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। তবে মকর সংক্রান্তির (Makar Sangkranti) দিন কুয়াশার মোটা সাগরে ঢাকতে পারে গঙ্গাসাগর মেলা চত্বর।

Winter In Kolkata : শীতের শিরে সংক্রান্তি! আগামী সপ্তাহে ফের পারদ পতনের সম্ভাবনা
কলকাতার আবহাওয়া

শুক্রবার কুয়াশার চাদরে ঢেকেছে কলকাতা। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন কলকাতায় পরিষ্কার আকাশ থাকবে। সকালে হালকা কুয়াশা এবং পরে মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকার সম্ভবনা বেশি। শহরে আপাতত কোনও বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৪ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস।

West Bengal Weather Update : শীতের ঝোড়ো ইনিংসে ইতি, সংক্রান্তিতে হাড় কাঁপানো ঠান্ডার সম্ভাবনা ক্ষীণ
রাজ্যের আবহাওয়ার হালহকিকত

সোমবারের পর ধীরে ধীরে কমতে থাকবে রাজ্যের তাপমাত্রা। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী সপ্তাহে শীতের আরও একটি দুর্দান্ত ইনিংসের সাক্ষী থাকতে পারে বঙ্গবাসী। আজ থেকে হালকা বৃষ্টি হবে সিকিমে । ১৪ এবং ১৫ জানুয়ারি হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পং জেলায়। দক্ষিণবঙ্গে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা তারপর কুয়াশা কেটে পরিষ্কার আকাশ থাকবে। এই তিনদিন অর্থাৎ শুক্র, শনি এবং রবিবার দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গ বা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। সোমবার থেকে নামতে শুরু করবে তাপমাত্রা। উত্তুরে হাওয় বওয়ার সম্ভাবনাও প্রবল।

Kolkata Latest News : ‘খাদের কিনারায়’ কলকাতা! মুহূর্তে ধসে যাবে সল্টলেক-বউবাজার, ওয়ার্নিং IIT অধ্যাপকের
দেশে বাড়বে ঠান্ডা?

আরও ২৪ ঘন্টা জম্মু-কাশ্মীর, কাশ্মীর ভ্যালি, হিমাচল প্রদেশ সহ উত্তর-পশ্চিম ভারতের হিমালয় সংলগ্ন পার্বত্য এলাকায় তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।। হালকা বৃষ্টির সম্ভাবনা পঞ্জাব সহ-সংলগ্ন এলাকায়। উত্তর-পশ্চিম ভারতে আগামী দুদিন তাপমাত্রা বাড়বে দুই থেকে চার ডিগ্রি। তারপর দুই থেকে তিন দিন একই রকম আবহাওয়া। ফের তাপমাত্রা কমবে ৫ ডিগ্রি পর্যন্ত উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। পূর্ব ভারতের রাজ্যগুলিতে শনিবার পর্যন্ত তাপমাত্রা বাড়বে ২ থেকে ৪ ডিগ্রি। ফের সোমবারের পর তাপমাত্রা কমতে পারে। আগামী কয়েকদিন পঞ্জাব, দিল্লি, হরিয়ানার মতো রাজ্যগুলিতে ঘন কুয়াশার কারণে মারাত্মক কমতে পারে দৃশ্যমানতা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version