West Bengal Latest News: বাইকেই প্রেম, ‘বুলেট’ ছুটিয়েই বিয়ে করতে গেলেন ক্যানিংয়ের বিশ্বজিৎ – canning resident biswajit sarkar go to bring his bride in bike


প্রেমিকাকে বাইকের নিয়ে চলে যেতেন প্রিয় ডেস্টিনেশনে। এভাবেই চলত প্রেম-পর্ব। সেই প্রেমিকাকে বিয়ে করার জন্য তাই গাড়ি বা ঘোড়া নয়, সেই বাইককেই বেছে নিলেন ক্যানিংয়ের যুবক। এখন সেই ছবিই ভাইরাল নেটপাড়ায়। ক্যানিংয়ের মমতা পল্লির বাসিন্দা বিশ্বজিৎ সরকার। স্কুল জীবন থেকেই তাঁর প্রেম পর্ব শুরু। ক্যানিংয়ের পুরাতন খেয়াঘাটের বাসিন্দা পৌলমী বেরার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক। পরিবারের সদস্যরাও এই ভালোবাসায় সম্মতি দিয়েছিলেন। এরপরেই বিয়ের সিদ্ধান্ত। কিন্তু, বিয়ের আয়োজনের জন্য গাড়ি ভাড়া করতে গিয়েই ইচ্ছের বদল। যেই বাইকে করে একদিন তাঁরা প্রেম করেছেন, সেই বাইকে চেপেই নতুন জীবন প্রত্যক্ষ করতে চাইছিলেন তিনি। যেমন ভাবা তেমন কাজ, বাইকেই বিয়ে করতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন বিশ্বজিৎ। এই বিষয়টি চাক্ষুুষ করতে বহু মানুষ জমায়েত করেছিল।

Rajshahi News : বাসি লুঙ্গি কাচেনি স্ত্রী, রাগে বিয়ে ভাঙল স্বামী
বিশ্বজিৎ বরাবর অত্যন্ত মেধাবী। পড়াশোনার পাশাপাশি তিনি বেশ ‘বাধ্য প্রেমিক’-ও। বাইকে করেই চুটিয়ে প্রমপর্ব চালিয়েছেন তিনি। জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পর বিয়ের সিদ্ধান্ত নেন। দুই পরিবারের সম্মতিতে শুরু হয় তোড়জোড়ও। কোন গাড়িতে চড়ে বিয়ে করতে যাবেন, তা নিয়ে বন্ধুদের সঙ্গে আলোচনা করছিলেন পাত্র বিশ্বজিৎ। তাঁকে সেই সময় এক বন্ধু পরামর্শ দেন, বাইকে করে বিয়ে করতে যাওয়ার, আর তা লুফে নেন পাত্র বিশ্বজিৎ। এরপরেই ‘বুলেট’ গাড়িতে করে বিয়ে করতে যাওয়ার সিদ্ধান্ত নেন। ফুল দিয়ে সাজানো হয় মোটর বাইকটিকে। এরপর রাজবেশে গলায় বিয়ের মালা পরে বাইক চালিয়ে বিয়ে করার উদ্দেশ্যে রওনা দেন বর। চার্চে প্রতীক্ষা করছিলেন তাঁর হবু স্ত্রী।

Bangladesh Marriage : বিয়ে-বিবাহবিচ্ছেদেও গুনতে হবে বাড়তি টাকা! নতুন আইনে মাথায় হাত বাংলাদেশিদের
বিশ্বজিৎ মা কানন সরকার বলেন, “ছেলে বলল ও বাইকেই বিয়ে করতে যেতে চায়। আমরাও তাতে রাজি হই। ওদের দীর্ঘদিনের সম্পর্ক। ভালোয় ভালোয় সবটা সম্পন্ন হবে বলে আমরা মনে করছি।” এদিকে এত আনন্দ আয়োজনের নেপথ্যে থাকা সেই বিশ্বজিৎ বলেন, “আমার বন্ধুই প্রথমে এই প্রস্তাবটা দিয়েছিল। বাইকে করে প্রেমিকাকে সঙ্গে নিয়ে বহু জায়গায় ঘুরেছি। তাই প্রথম শুনেই বিষয়টি মনে গেঁথে যায়। প্রেমিকাকেও বিষয়টি জানিয়েছিলাম। ও খুব খুশি। দু’জনে মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছি বাইকেই আমি বিয়ে করতে যাব। এরপর ও ফিরবেও এই বাইকে। শুধুমাত্র আমাদের অতীতের সুখ-স্মৃতির কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত।” তাঁদের এই অভিনব বিয়ের ছবি এই মুহূর্তে সোশাল মিডিয়ায় ভাইরাল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *