স্থানীয় সূত্রে আরও জানা যায়, যে জায়গায় ঘটনাটি ঘটেছে, সেখানে গ্রামবাসীদের ব্যবহার করার জন্য একটি পুকুর খনন করা হচ্ছে। সেখানেই কাজ করছিলেন স্থানীয় এক বাসিন্দা। মাটি খুঁড়তে গিয়েই তাঁর এই দৃশ্য নজরে আসে। খবর দেওয়া হয় কুলতলি থানায় (Kultali Police Station)। পুলিশবাহিনী তড়িঘড়ি ঘটনাস্থলে আসে। ওই জায়গা থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। এই বিষয়ে কথা বলতে গিয়ে এক স্থানীয় বাসিন্দা জানান, “কঙ্কালটিকে ওইভাবে উঠে আসতে দেখেই আমাদের হাড় হিম হয়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গে আমরা দৌড়ে পালাই ওই এলাকা থেকে। বাকি বাসিন্দাদেরও পুকুর খননের জায়গার দিকে যেতে বারন করি। তড়িঘড়ি পুলিশকে খবর দেওয়ার ব্যাপারে মনস্থির করা হয়”।
কঙ্কালটি এখানে কিভাবে এল সেই বিষয়ে ওই বাসিন্দা সঠিকভাবে কিছু না বলতে পারলেও তিনি বলেন, “ওই এলাকায় বহুদিন আগে নদী ছিলো, এখন নদীর চরে বেশ কিছু বসতবাড়ি হয়েছে। হতে পারে এই কঙ্কালটি বহুদিন আগে এখানে ফেলা হয়েছিল”। পুলিশ এই বিষয়ে কিছু বলতে না চাইলেও সূত্রের খবর অনুযায়ী কঙ্কালটিকে ফরেনসিক (Forensic) পরীক্ষায় পাঠানো হতে পারে। তারপর কঙ্কালটির ব্যাপারে নিশ্চিত হয়েই কোনও মন্তব্য করতে চাইছে পুলিশ। তবে স্থানীয় বাসিন্দাদের মধ্যে এর ফলে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। গ্রামের আশেপাশে আর কোন কোন জায়গা থেকে কঙ্কাল উদ্ধার হতে পারে, সেই নিয়েই জোর তরজা চলছে পাড়ায় পাড়ায়।