West Bengal News : কুলতলি থানার (Kultali Police Station) জালাবেড়িয়া দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের কাওরাখালী গ্রাম থেকে পুকুর খননের সময় কঙ্কাল (Skeleton Found From Pond) উদ্ধার ঘিরে হইচই পড়ে গিয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। তারপর কঙ্কাল ও বেশ কিছু মানুষের শরীরের হাড় উদ্ধার করে নিয়ে যায় কুলতলি থানার (Kultali Police Station) পুলিশ। কার কঙ্কাল (Skeleton) এটি? ওই জায়গায় ওই কঙ্কাল এলই বা কীভাবে? কঙ্কালটি (Skeleton) কোনও মানুষের হতে পারে বলে প্রাথমিক অনুমান পুলিশের। কিভাবে কঙ্কালটি পুকুর খননের জায়গায় এল তা খতিয়ে দেখছেন পুলিশের আধিকারিকরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার পুকুর খননের সময় প্রথমে স্থানীয় কিছু মানুষের নজরে আসে কঙ্কালটি। পুকুর খনন করতে গিয়ে চক্ষু চড়কগাছ হয়ে যায় বাসিন্দাদের। নজরে আসে, মাটির তলা থেকে উঠে এসেছে একটি কঙ্কাল। কোথা থেকে এই কঙ্কাল এল, তা এখনও স্পষ্ট নয়।

West Bengal News : যতকাণ্ড ফলতায়! নদীর চরে আটকে গেল জাহাজ, দেখতে উৎসাহীদের ভিড়
স্থানীয় সূত্রে আরও জানা যায়, যে জায়গায় ঘটনাটি ঘটেছে, সেখানে গ্রামবাসীদের ব্যবহার করার জন্য একটি পুকুর খনন করা হচ্ছে। সেখানেই কাজ করছিলেন স্থানীয় এক বাসিন্দা। মাটি খুঁড়তে গিয়েই তাঁর এই দৃশ্য নজরে আসে। খবর দেওয়া হয় কুলতলি থানায় (Kultali Police Station)। পুলিশবাহিনী তড়িঘড়ি ঘটনাস্থলে আসে। ওই জায়গা থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। এই বিষয়ে কথা বলতে গিয়ে এক স্থানীয় বাসিন্দা জানান, “কঙ্কালটিকে ওইভাবে উঠে আসতে দেখেই আমাদের হাড় হিম হয়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গে আমরা দৌড়ে পালাই ওই এলাকা থেকে। বাকি বাসিন্দাদেরও পুকুর খননের জায়গার দিকে যেতে বারন করি। তড়িঘড়ি পুলিশকে খবর দেওয়ার ব্যাপারে মনস্থির করা হয়”।

Ranaghat News : সরস্বতী পুজোর দিনেই মর্মান্তিক পরিণতি রানাঘাটে, ঘর থেকেই দম্পতির মৃতদেহ উদ্ধার ঘিরে রহস্য
কঙ্কালটি এখানে কিভাবে এল সেই বিষয়ে ওই বাসিন্দা সঠিকভাবে কিছু না বলতে পারলেও তিনি বলেন, “ওই এলাকায় বহুদিন আগে নদী ছিলো, এখন নদীর চরে বেশ কিছু বসতবাড়ি হয়েছে। হতে পারে এই কঙ্কালটি বহুদিন আগে এখানে ফেলা হয়েছিল”। পুলিশ এই বিষয়ে কিছু বলতে না চাইলেও সূত্রের খবর অনুযায়ী কঙ্কালটিকে ফরেনসিক (Forensic) পরীক্ষায় পাঠানো হতে পারে। তারপর কঙ্কালটির ব্যাপারে নিশ্চিত হয়েই কোনও মন্তব্য করতে চাইছে পুলিশ। তবে স্থানীয় বাসিন্দাদের মধ্যে এর ফলে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। গ্রামের আশেপাশে আর কোন কোন জায়গা থেকে কঙ্কাল উদ্ধার হতে পারে, সেই নিয়েই জোর তরজা চলছে পাড়ায় পাড়ায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version