Flat In Barrackpore Kalyani : বাজেটের মধ্যেই স্বপ্নপূরণ, ব্যারাকপুর-কল্যাণীতে ফ্ল্যাট KMDA-র! জানুন আবেদনের পদ্ধতি – kmda budget friendly flats are available in kasba barrackpore and kalyani in madhyahna housing project


দু’কামরার ফ্ল্যাট খুঁজছেন? অথচ পুঁজি সামান্য? কুছ পরোয়া নেহি। সাধ্যের মধ্যেই এবার আপনার স্বপ্নপূরণ করবে KMDA। ব্যাকারপুর, কল্যাণীর পাশাপাশি কলকাতার (Flat In Kolkata) বুকে কসবার মতো অঞ্চলে ফ্ল্যাট দিচ্ছে কলকাতা মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট কর্পোরেশন (KMDA)। তাদের নিজস্ব জমিতেই তৈরি হচ্ছে এই ফ্ল্যাটগুলি। যার নাম দেওয়া হয়েছে ‘মধ্যাহ্ন’। এই প্রকল্পের আওতায় ১১ লাখ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩৫ লাখ টাকার বিনিময়ে ফ্ল্যাট মিলবে।

Kolkata Municipal Corporation : সম্পত্তিকর আদায় বাড়াতে বিশেষ অভিযান পুরসভার
কসবায় কত টাকায় মিলবে ‘মধ্যাহ্ন’-র ফ্ল্যাট?

KMDA-এর প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ‘মধ্যাহ্ন’ প্রকল্পে বাছাই করা একটি বেসরকারি ব্যাঙ্কের নির্দিষ্ট শাখা থেকে এবং সংস্থার ওয়েবসাইট থেকেও আবেদনপত্র সংগ্রহ করা যাবে। আবেদনগ্রহণ পর্ব শেষ হলে লটারির মাধ্যমে ফ্ল্যাটগুলি বণ্টন করা হবে। কসবায় অ্যাক্রোপলিস মলের পাশে ২৭৪ নম্বর রাজডাঙা গোল্ড পার্কে ৪৮টি ফ্ল্যাট তৈরি করেছে KMDA। এর মধ্যে রয়েছে ৩৩টি ২-BHK ফ্ল্যাট। প্রতিটির আয়তন ৬৭৮ বর্গফুট। যার প্রতিটির মূল্য ৩৩ লাখ ১৪ হাজার ৫৭২ টাকা। এই ফ্ল্যাট কেনার আবেদনপত্রের সঙ্গে অনলাইনে জমা দিতে হবে এক লাখ টাকা। বাকি ফ্ল্যাটগুলি ১-BHK। এর পাশাপাশি ৩৮৮, ৩৮৩ এবং ৩৭০ বর্গফুটের এই ফ্ল্যাটগুলি মিলবে ১৮ লাখ ৯৬ হাজার ৮৩৪ টাকা থেকে শুরু করে ১৮ লাখ ৮ হাজার ৮৩৮ টাকার মধ্যে। এই তিন ধরনের ফ্ল্যাটের জন্য আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে ৫০ হাজার টাকা।

Job Vacancy : ৫ লাখ বেতনের চাকরির সুযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে, জানুন আবেদনের পদ্ধতি
ব্যারাকপুর এবং কল্যাণীতে ফ্ল্যাটের দাম কত (Flat In Barrackpore Kalyani)?

KMDA জানাচ্ছে, ব্যারাকপুরে কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে ওয়ারলেস মোড়ের কাছেও নিম্নবিত্ত এবং মধ্যবিত্তদের জন্য ফ্ল্যাট তৈরি হয়েছে। এখানে ৬৫০ বর্গফুটের ফ্ল্যাটের দাম রাখা হয়েছে ১৯ লাখ ৭৭ হাজার ৭ টাকা। এর জন্য আবেদনের সঙ্গে ৫০ হাজার টাকা জমা দিতে হবে। ৩৭৫ বর্গফুটের ফ্ল্যাটের মূল্য ১১ লাখ ৮১ টাকা। এই আবেদনের সঙ্গে ৩০ হাজার টাকা জমা দিতে হবে। অন্যদিকে, কল্যাণীতে ৩-BHK ফ্ল্যাটের মূল্য ২৩ লাখ ৯৫ হাজার ৫৭৫ টাকা। এই ফ্ল্যাটগুলির বিল্ট আপ এরিয়া ৮৪৫ বর্গফুট। কল্যাণী রেলওয়ে স্টেশনের সামনে পুরসভা এলাকার মধ্যে মোট ৬৫টি ফ্ল্যাট তৈরি করেছে KMDA।

KMDA বিজ্ঞপ্তি এবং ফর্ম
Banglar Bari Prokolpo : ‘বাংলার বাড়ি’ প্রকল্পে ৪৩৮ জন উপভোক্তার হাতে টাকা তুলে দিল কোচবিহার পুরসভা
কী ভাবে আবেদন করা যাবে?

KMDA-এর এক আধিকারিকের কথায়, কলকাতার কসবা, ব্যারাকপুর এবং কল্যাণীতে নিম্ন ও মধ্যবিত্তদের জন্য এই ফ্ল্যাটগুলি তৈরি করা হয়েছে। আবেদনপত্র ডাউনলোড কিংবা সংগ্রহ করে তা ফিল আফ করার পর জমা করতে হবে। আবেদনপত্র পাওয়া যাচ্ছে KMDA-র জারি করা বিজ্ঞপ্তির একদম শেষভাগেও। লটারির মাধ্যমে হবে স্বচ্ছ বণ্টন। আগামী ৪ মার্চের মধ্যে আবেদনপত্র জমা দেওয়া যাবে সল্টলেক ও কসবার নির্দিষ্ট বেসরকারি ব্যাঙ্কের শাখায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *