Health Worker News: সরকারের বড় সিদ্ধান্ত, বাড়ল পুর স্বাস্থ্যকর্মীদের অবসরের বয়স – urban development and municipal affairs issued notification stated that municipal health worker retirement age increased


West Bengal Local News: পঞ্চায়েত ভোটের আগে পুর কর্মীদের নিয়ে রাজ্য সরকারের বড় সিদ্ধান্ত। বাড়ানো হল পুর স্বাস্থ্য কর্মীদের অবসরের বয়স। পুর নগরোয়ান্নয়ন দফতরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, এবার থেকে পুর স্বাস্থ্যকর্মী ও ফার্স্ট টায়ার সুপারভাইজারদেল অবসরের বয়স বাড়িয়ে ৬৫ বছর করা হল। এর আগে সরকারি নিয়ম অনুসারে এতদিন তাদের অবসরের বয়স ছিল ৬০ বছর।

এক ধাক্কায় পাঁচ বছর বাড়ল পুর কর্মীদের অবসরের বয়স। এই খবরে খুশি সমস্ত পুর স্বাস্থ্যকর্মীরা। চাকরি জীবনের মেয়াদ সরকারিভাবে বাড়ায় আরও অতিরিক্ত পাঁচ বছর আয়ের রাস্তা খুলল এই কর্মীদের কাছে।

SSC Scam: প্রাথমিকের পর Grp-C চাকরি বাতিল তালিকাতে নাম তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের

এর আগে রাজ্যে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ২০১৭ সালে সরকারি প্রতিষ্ঠানে কর্মরত রাজ্যের সমস্ত শিক্ষক ও অধ্যাপকদেরও অবসরের বয়স বাড়িয়ে ৬০ থেকে ৬২ করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। তার আগেও সরকারি হাসপাতালে চিকিত্‍সকের ঘাটতি মেটাতে চিকিত্‍সক-অধ্যাপকদেরও অবসরের বয়স বাড়ানো সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার।

অবসরের বয়স বাড়ানো নিয়ে বিরোধীদের সমালোচনার মুখেও পড়ে রাজ্য। নতুন করে নিয়োগ না করে পুরনো কর্মীদের অবসরের বয়স বৃদ্ধি নিয়ে ব্যাপক সমালোচনা করে বিরোধীরা।

Calcutta High Court: এবার গ্রুপ সি, ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

রাজ্যে একের পর এক নিয়োগ দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। প্রাথমিক থেকে উচ্চপ্রাথমিক, গ্রুপ সি থেকে গ্রুপ ডি সমস্ত নিয়োগেই উঠে এসেছে ব্যাপক অনিয়মের অভিযোগ। রাজ্যে নতুন করে কর্মসংস্থান নিয়ে বিরোধীদের নিশানায় রাজ্য সরকার। একের এক নিয়োগ দুর্নীতির মামলার তদন্তভার আদালত তুলে দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে। নিয়োগ দুর্নীতির কারণে গ্রুপ সি-তে বাতিল হয়ে যায় ৮৪২ জনের চাকরি। তার আগে গ্রুপ ডি-তে নিয়োগে অনিয়ম প্রমাণিত হওয়ায় ১৯১১ জনের চাকরি বাতিলের ঘোষণা করে আদালত।

উল্লেখ্য, সম্প্রতি রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের জন্যে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি সিভিক ভলান্টিয়ারদের পদোন্নতি নিয়ে স্বরাষ্ট্র দফতরকে বিশেষ নির্দেশ দেন বলে খবর। মুখ্যমন্ত্রীর পরামর্শ, সিভিক ভলান্টিয়াররা ভালো কাজ করলে তাঁদের কনস্টেবল পদে পদোন্নতির ব্যবস্থা করা হোক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *