DA Protest News : মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ, কালো ব্যাচ লাগিয়ে হুগলিতে বিক্ষোভ বামপন্থী শিক্ষক সংগঠনের – cpim teachers organisation protest at hooghly shiksha bhawan on cm statement


West Bengal News : দু’দিনের ধরনা মঞ্চ থেকে DA-র দাবিতে আন্দোলনকারীদের সম্বন্ধে মুখ্যমন্ত্রীর মন্তব্যকে ঘিরে পারদ চড়ছে ক্রমশ। বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ল হুগলিতেও। বামপন্থী শিক্ষক, শিক্ষাকর্মী সংগঠনের প্রতিবাদ দেখান হল হুগলি জেলা শিক্ষা ভবনের সামনে। আগামী দিনে আন্দোলন তীব্রতর করার ব্যাপারেও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

শুক্রবার স্কুলে স্কুলে কালো ব্যাজ পরে প্রতিবাদের পাশাপাশি হুগলি জেলা শিক্ষা ভবনের সামনে ধিক্কার নিন্দায় সরব হন শিক্ষক-শিক্ষিকারা। ABTA, ABPTA জেলা কমিটি নেতৃত্ব ও সদস্যরা এদিন ধিক্কার জানান মুখ্যমন্ত্রীর মন্তব্যকে। প্রসঙ্গত, বৃহস্পতিবার ধরনা মঞ্চ থেকে আন্দোলনকারীদের একাংশকে ‘চোর-ডাকাত’ বলে উল্লেখ করতে শোনা যায় মুখ্যমন্ত্রীকে।

DA Protest News : DA আন্দোলন নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের জের, যৌথ মঞ্চের প্রতিবাদ বালুরঘাটে
এদিন চুঁচুড়া পিপুলপাতি শিক্ষা ভবনে DI অফিসের সামনে এর প্রতিবাদ জানায় নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি। বুকে কালো ব্যাজে লাগিয়ে ‘কুরুচিকর মন্তব্য’ নিয়ে ধিক্কার জানান শিক্ষক শিক্ষিকারা। পাশাপাশি হুগলির পাণ্ডুয়ায় কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে বুকে কালো ব্যাজ লাগিয়ে ছাত্র-ছাত্রীদের পড়াতে করাতে দেখা যায় শিক্ষক শিক্ষিকাদের।

পাঁচপাড়া জগন্নাথপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সোমা ঘোষ বলেন, “আমাদের খোলা মঞ্চ থেকে চোর-ডাকাত বলা হয়েছে। এটা খুবই অপমানজনক। যাঁদের আত্মসম্মান আছে, তাঁরা আজ প্রতিবাদ করবে। আমরা তাই প্রতিবাদ করছি।”

DA Protest West Bengal : ফলের রস-চকোলেট চিবিয়ে ‘অন্য অনশন’! DA আন্দোলনকারীদের পদক্ষেপ নিয়ে শোরগোল
আজ ও কাল দু’দিন হবে এই প্রতিবাদ চলবে বলেও জানানো হয়। হুগলি জেলা ABPA সম্পাদক কমল মল্লিক বলেন, “গোটা রাজ্য জুরে এই ধিক্কার চলছে।আজ পর্যন্ত কোনও মুখ্যমন্ত্রী তাঁর কর্মচারীদের এমন ভাষায় কথা বলেনি। আমাদের মহার্ঘ্য ভাতার নিয়ে আন্দোলন চলবে।”

প্রসঙ্গত, বৃহস্পতিবার ধরনা মঞ্চ থেকে DA আন্দোলনকারীদের বিরুদ্ধে একের পর এক কড়া মন্তব্য শোনা যায় মুখ্যমন্ত্রীর মুখে। মহার্ঘ্য ভাতার দাবিতে আন্দোলনকারীদের একাংশের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, “দয়া করে চুপ করে থাকুন! টাকা নেবে, পেনশন নেবে আবার পেন ডাউন করবে! সবার কথা বলছি না, বেশির ভাগ চিরকুটে চাকরি পেয়েছে।”

DA Latest News : ঢাক-ঢোল বাজিয়ে নেচেই DI অফিসে শিক্ষকরা, শো-কজের অভিনব প্রতিবাদ ফরাক্কায়
মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে গতকালই প্রতিবাদ জানায় DA নিয়ে আন্দোলনকারী সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। এমনকি এই ঘটনার প্রতিবাদে আগামী ৬ এপ্রিল পুনরায় কর্মবিরতির ডাক দিয়েছে তাঁরা। সরকারি কর্মচারীদের ওইদিন দফতরে হাজিরা দিয়ে পেন ডাউন করার ব্যাপারে আর্জি জানানো হয়েছে মঞ্চের তরফে।

অন্যদিকে, শুক্রবার সকাল থেকেই জেলায় জেলায় মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের বিরোধিতা করে প্রতিবাদ আন্দোলন করেন একাধিক সরকারি কর্মচারী সংগঠন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *