KMC Parking Fee : মমতার মতেই শিলমোহর! বর্ধিত পার্কিং ফি প্রত্যাহার কলকাতা পুরসভার – kolkata municipal corporation withdraws decision of extended parking fee


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতকেই সায়। পার্কিং ফি প্রত্যাহার করল কলকাতা পুরসভা। । ১ এপ্রিল থেকে বর্ধিত হারে পার্কি ফি বলবৎ করা হয়েছিল। পার্কিং ফি এক ধাক্কায় বাড়িয়ে দেওয়ার ফলে বিতর্ক তৈরি হয়েছিল। সেই সিদ্ধান্তই এদিন প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এখন থেকে ফের পুরনো হারে পার্কিং ফি নেওয়া হবে।

সূত্রপাত হয়েছিল তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের সাংবাদিক বৈঠক থেকে। শুক্রবার সাংবাদিক বৈঠকে কুণাল জানিয়েছিলেন, পুরসভা পার্কিং ফি বৃদ্ধি নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছে তাতে মুখ্যমন্ত্রী তথা দলনেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন নেই। মুখ্যমন্ত্রীকে অগোচরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন তৃণমূল মুখপাত্র।

Firhad Hakim KMC : ‘মমতার অনুমতি না নিয়েই সিদ্ধান্ত’, পার্কিং ফি বৃদ্ধি নিয়ে কুণালের নিশানায় ববি
আজই যে বর্ধিত পার্কিং ফি প্রত্যাহার করা হতে পারে দিল, সেই ইঙ্গিতও দিয়েছিলেন তিনি। কুণাল বলেন, “পার্কিং ফি বৃদ্ধির সিদ্ধান্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন ছিল। মুখ্যমন্ত্রী চান না যে মানুষের উপর বোঝা বাড়ুর। কলকাতার মহানাগরিককে পার্কিং ফি প্রত্যাহারের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শীর্ষ নেতৃত্বের তরফেও বার্তা দেওয়া হয়েছে। আজ রাতের মধ্যেই এই বিষয়ে পুরসভা সিদ্ধান্ত নেবে।”

কুণালের এই মন্তব্যের পর মুখ খোলেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, “সংবাদমাধ্যমে এই কথা বলা ঠিক হয়নি। মুখ্যমন্ত্রী নির্দেশ দিল পার্কিং ফি প্রত্যাহার করে নেওয়া হবে।” এদিকে পার্কিং ফি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে বিতর্কের মধ্যে মেয়র ও পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে নিয়ে জল্পনা শুরু হয়েছে। বিরোধীরে একাংশের দাবি একের পর এক ঘটনা থেকে প্রমাণিত, ফিরহাদের ডানা ছাঁটতে চাইছে দল। পুরসভার পার্কিং ফি প্রত্যাহারের নির্দেশ তারই অঙ্গ।

KMC Parking Fees : কলকাতায় পার্কিং ফি বেড়ে দ্বিগুণেরও বেশি! দেখে নিন নতুন রেট চার্ট
পুরসভার তরফে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত ঘোষণার আগে তৃণমূলের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে একটি টুইট করা হয়। সেই টুইটে লেখা হয় “বর্ধিত পার্কিং ফি প্রত্যাহারের জন্য কলকাতা পুরসভাকে ধন্যবাদ। কঠিন সময়ে পশ্চিমবঙ্গ সরকার বা কলকাতা পুরসভা কোনওভাবেই সাধারণ মানুষের উপর বাড়তি বোঝা চাপিয়ে দেবে না।

Kolkata Parking Fees : কাল থেকে শহরে বাড়ছে পার্কিং ফি
পুরসভার পার্কিং ফি নিয়ে বিতর্কের মধ্যে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “আমার মনে হয় তৃণমূলের অন্দরে সবকিছু ঠিক নেই। দলের ভিতরে ফিরহাদ হাকিমের স্বাস্থ্য ভালো নেই। মুখ্যমন্ত্রী হয়তো জানতেন, ভাইপো জানতেন না। সেই কারণেই এই সিদ্ধান্ত। আসতে আসতে পুরনোদের গুরুত্ব কমছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *