Abhishek Banerjee Saumitra Sujata: ‘যে ঘরের লক্ষ্মী ধরে রাখতে পারে না…’, সৌমিত্রকে বেনজির আক্রমণ অভিষেকের – abhishek banerjee attacks saumitra khan over sujata mondal divorce case


বাঁকুড়ার ওন্দার সভা থেকে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে বেনজির আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডলের সঙ্গে সৌমিত্র খাঁয়ের বিবাহ বিচ্ছেদের প্রসঙ্গে টেনে বলেন, ”ঘরের লক্ষ্মী ধরে রাখতে পারে না আবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আক্রমণ করছে।”ওন্দার সভায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগেই বক্তা ছিলেন সুজাতা মণ্ডল। তাঁর বক্তব্যেরও প্রশংসা করেন অভিষেক। বিরোধী দল ও বিরোধী নেতাকে নিশানা করতে গিয়েও টেনে আনেন সুজাতার প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁয়ের কথা।

Abhishek Banerjee : ‘মানুষ যাঁকে সার্টিফিকেট দেবে তাঁকে প্রার্থী করবে তৃণমূল’, সাফ জানালেন অভিষেক

বিষ্ণুপুরের সাংসদকে দুর্নীতিগ্রস্থ বলে আক্রমণ শানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বিজেপিকে নিশানা করে বলেন, ”আমাদের দলের কেউ দুর্নীতিতে জড়িয়েছে নাম উঠলেই আমরা ঘাড় ধাক্কা দিয়ে তাড়াই। আর দুর্নীতিগ্রস্থরা বিজেপির সম্পদ। আপনাদের সম্পদ সৌমিত্র খাঁ, যে বালি মামলায় অভিযুক্ত। এই যে এসএসসি। সুজাতা আরও ভালো বলতে পারবে। ওর বাড়ির একটা লোককেও ছাড়েনি। ঘরের লক্ষ্মী ধরে রাখতে পারেনি। সুজাতা চলে এসেছে। ওরা আবার লক্ষ্মী ভাণ্ডার নিয়ে কটাক্ষ করে।”

Saumitra Khan: ‘তোরা ঘরের মা বোনদের বিক্রি করিস…’, আইসিকে অশালীন হুমকি বিজেপি সৌমিত্রর

উল্লেখ্য, ১৯-এর ভোটে বিষ্ণুপুরে বিজেপির টিকিটে দাঁড়ান সৌমিত্র খাঁ। ভোটে জেতেনও। উল্লেখ্য, সেসময় বিচারাধীন মামলার কারণে নিজের নির্বাচনী কেন্দ্র ঢুকে প্রচার করতে পারেননি সৌমিত্র। পুরোটাই সামলেছিলেন তাঁর তৎকালীন স্ত্রী সুজাতা। কিন্তু একুশের ভোটের আগে সুজাতা তৃণমূলে যোগ দিলে সাংবাদিক সম্মেলন ডেকে একরাশ অভিমান উগরে তাঁকে ডিভোর্স দেওয়ার কথা ঘোষণা করেন সৌমিত্র।

Abhishek Banerjee-Soumitra Khan : ‘আলিবাবা ৪০ চোরকে নিয়ে আসছে…’, অভিষেককে কটাক্ষ BJP সাংসদের

তারপর রাজ্য রাজনীতির ময়দানে কাল বদলেছে। সৌমিত্র-সুজাতার মান অভিমান থেকে তিক্ত অশালীন আক্রমণ, কাদা ছোঁড়াছুঁড়িরও সাক্ষী থেকেছে রাজনৈতিক মহল। এই মুহূর্তে আদালতে তাদের বিবাহ বিচ্ছেদ মামলা বিচারাধীন। রাজনীতির পথে সুজাতা নিজেও অনেকটা এগিয়ে গিয়েছেন। সৌমিত্র সুজাতা আক্রমণ পর্বের পরপরই একুশের ভোটে আরামবাগ বিধানসভায় সুজাতাকে প্রার্থীও করেছিল তৃণমূল। কিন্তু তিনি জয় পাননি।

উল্লেখ্য, দুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওন্দার সভার কর্মসূচি নিয়ে তির্যক মন্তব্য করেন সৌমিত্র খাঁ। বলেন, ”পশ্চিমবাংলার আলিবাবা তাঁর ৪০ চোরকে নিয়ে ওন্দাতে আসছেন। তিনি যেখানেই যাচ্ছেন, আইএএস ও আইপিএস অফিসারদের নিয়ে চুরি করার পরিকল্পনা করছেন।” এখানেই শেষ নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কুন্তল-শান্তনুর সম্পর্ক নিয়েও প্রশ্ন তোলেন সৌমিত্র।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *