pritha.mukherjee | EiSamay.Com | Updated: 12 Nov 2022, 5:02 pm
গত রবিবার ৬ নভেম্বর সুখবর শুনিয়েছিলেন আলিয়া ভাট এবং রণবীর কাপুর। ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন আলিয়া। সপ্তাহ ঘুরতেই ফের একবার আনন্দের জোয়ার বলিউডে। শনিবার দুপুরে কন্যা সন্তানের জন্ম দিলেন বং বিউটি বিপাশা বসুও। গত ৮ সেপ্টেম্বর মায়ের হাতে সাধ খেয়েছেন বিপাশা। ১২ নভেম্বর মা হলেন বিপাশা বসুও। ২০১৪ সালে Alone সিনেমার সেটে প্রথম আলাপ বিপাশা আর করণ সিং গ্রোভারের। ভালোবাসায় ধরা দিতেও বিশেষ সময় লাগেনি তাঁদের। ২০১৬ সালের ৩০ এপ্রিল সাত পাকে বাঁধা পড়েন বিপাশা-করণ।