West Bengal News: প্রেমের টানে বাংলাদেশ থেকে ভারতে এসে প্রতারণার শিকার এক যুবতী? অভিযোগ ফেসবুকে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। আর সেই ভালোবাসার টানেই ভারতে এসেছিলেন। কিন্তু, পরে তিনি জানতে পারেন আগে থেকেই ওই যুবক বিবাহিত। গোটা ঘটনায় ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ তুলে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন বাংলাদেশের শরীয়তপুরের বাসিন্দা সোনিয়া খাতুন।

ঠিক কী অভিযোগ?

সোনিয়া খাতুনের অভিযোগ, দু’বছর আগে সোশ্যাল মিডিয়ায় তাঁর সঙ্গে আলাপ হয়েছিল দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবারের চাঁদা গ্রামের বাসিন্দা রহমাতুল্লাহ মল্লিকের সঙ্গে। ফেসবুকে আলাপ এবং সেখান থেকে প্রথমে বন্ধুত্ব। এরপর ভার্চুয়াল মিডিয়াতেই প্রেমের সাগরে ডুব দেন ওই মহিলা। এরপর প্রেমের টানে তিনি পা রাখেন ভারতে। এদিকে ভারতে আসার পর সোনিয়া খাতুন জানতে পারেন, রহমত উল্লাহ মল্লিক আগে থেকেই বিবাহিত। যদিও ওই যুবক দাবি করেছিলেন তাঁর বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়েছে।

Narendrapur News : ভাইপোকে খুনের চেষ্টা কাকার বিরুদ্ধে, চাঞ্চল্য নরেন্দ্রপুরে
এদিকে রহমাতুল্লাহর সঙ্গে বিয়ের পর সোনিয়া একটি সন্তানের জন্ম দেন। কিন্তু, গত মাসে ঘটে বিপত্তি। সোনিয়ার অভিযোগ, স্বামী বিবাহবহির্ভূত একাধিক সম্পর্কে জড়িয়েছেন এই সন্দেহ করছিলেন তিনি। বিষয়টি শ্বশুরবাড়ির লোকজনকেও জানান। অভিযোগ, এরপরেই তাঁকে মারধর করা হয় এবং বাড়ি থেকে বার করে দেওয়া হয়। এরপরেই পুলিশের দ্বারস্থ হয়েছেন সোনিয়া। জানা গিয়েছে, গত ২৯ অক্টোবর স্বামী সহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে ডায়মন্ডহারবার থানায় অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নেমেছে পুলিশ।

Deganga News : যতকাণ্ড দেগঙ্গায়! চোখ উপড়ে শিয়াল হত্যা করে উল্লাস এলাকাবাসীর
সোনিয়া খাতুন বলেন, “আমার উপর ওর পরিবার অত্যাচার করত। ফেসবুকে আমার সঙ্গে আলাপ হয়েছিল ওই ব্যক্তির। এরপর বিয়ে করে আমি এই দেশে চলে আসি। এখন আমি ওর সঙ্গে ঘর করতে চাইছি। কিন্তু, ও আগের স্ত্রীকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। আমি এই ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছিল।” সোনিয়া জানান, তিনি বাংলাদেশে ফেরত যেতে চান না। স্বামীর সঙ্গেই ঘর করতে চান তিনি। ফোনে বাংলাদেশের পরিবারের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ রয়েছে বলেও জানিয়েছেন সোনিয়া। পাশাপাশি স্বামী এবং শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে পদক্ষেপ করা হোক, চাইছেন তিনি। যদিও এই বিষয়ে সোনিয়ার স্বামীর তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া সম্ভব হয়নি।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version