Adil Rashid | PAK vs ENG T20 WC Final: বাবরদের বিরুদ্ধে দুরন্ত পাকিস্তানের ‘ভূমিপুত্র’! বিশ্বকাপ ইতিহাস ব্রিটিশ স্পিনারের


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মেলবোর্নে (Melbourne Cricket Ground) টি-২০ বিশ্বকাপের ফাইনালে ( T20 World Cup Final 2022 ) মুখোমুখি হয়েছে পাকিস্তান ও ইংল্যান্ড (PAK vs ENG)। এদিন টস হেরে প্রথমে ব্যাট করে পাকিস্তান গুটিয়ে যায় ১৩৭ রানে। বল হাতে কামাল করলেন স্যাম কারেন (Sam Curran) ও আদিল রশিদ (Adil Rashid)। কারেন তুলে নিলেন তিন উইকেট। আদিলের ঝুলিতে এল জোড়া উইকেট। এদিন রশিদ চার ওভার বল করে ২২ রান খরচ করেন ব্রিটিশ স্পিনার। দেন একটি মেডেনও। বাবর আজম (৩২) ও মহম্মদ হ্যারিস (৮) শিকার হল রশিদের। 

আরও পড়ুন: PAK v ENG, ICC T20 World Cup Final 2022 Live Updates: পাকিস্তানকে গুঁড়িয়ে দ্বিতীয়বার বিশ্বজয়ী হওয়ার জন্য ইংল্যান্ডের টার্গেট ১৩৮

আরও পড়ুনWatch | Glenn Maxwell: বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন ম্যাক্সওয়েল, আচমকাই জীবনে নেমে এল অন্ধকার!

রশিদ বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসাবে টি-২০ বিশ্বকাপের ফাইনালে মেডেন ওভার করার রেকর্ড করলেন। অতীতে এই নজির রয়েছে পাকিস্তানের মহম্মদ আমিরের (Mohammad Amir) (২০০৯ সাল), শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউজের (Angelo Mathews) (২০১২ সাল), ওয়েস্ট ইন্ডিজের স্যামুয়েল বদ্রির (Samuel Badree) (২০১৬ সাল)। ম্যাচের বিরতিতে রশিদ বলেন, ‘দল ভালো করছে। এটা সমষ্ঠিগত পারফরম্যান্স। আবারও বলব। পিচ এবং পরিবেশ বুঝেই ঠিক করেছিলাম যে, স্লোয়ার করব। ওটাই আমার শক্তি। আমাদের শক্তির ওপর ভর করেই পজিটিভ ক্রিকেট খেলার চেষ্টা করেছি। আমার মনে হয় অর্ধেক কাজ হয়েছে। ‘

দেখতে গেলে এদিন বাবরদের সমস্যায় ফেলা ব্রিটিশ স্পিনার কিন্তু পাকিস্তানেরই ‘ভূমিপুত্র’। ১৯৮৮ সালে রশিদ পশ্চিম ইয়র্কশায়ের ব্র্যাডফোর্ডে জন্মান ঠিকই। কিন্তু তাঁর শিকড় পাকিস্তানের মাটিতেই। ঠিক মঈন আলির মতো। রশিদ মীরপুরি সম্প্রদায়ের। ১৯৬৭ সালে তাঁর পরিবার পাক অধ্যুষিত কাশ্মীর থেকে ইংল্যান্ডে চলে আসেন। রশিদের ভাই হারুন ও অমরও ক্রিকেটার।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version