হলদিয়া বন্দর সূত্রে খবর, দুই শ্রমিক সরবরাহকারী ঠিকাদারি সংস্থার ঝামেলার জেরেই পণ্য খালাসের কাজ বন্ধ রাখা হয়েছে। সূত্রের খবর, ফাইভ স্টার গ্রুপ অফ কোম্পানি ১৩ নম্বর বার্জের কাজ পেয়েছিল টেন্ডার-এর মাধ্যমে। ফাইভ স্টার গ্রুপ অফ কোম্পানির সঙ্গে আরেকটি ঠিকাদারি সংস্থার শ্রমিক সরবরাহ নিয়ে ঝামেলার জেরেই বন্ধ রাখা হয়েছে কাজ। এ বিষয়ে ফাইভ স্টার গ্রুপ অফ কোম্পানির কর্ণধার শেখ মুজাফফর বলেন, “ফাইভস্টার কাজ পেয়েছে, ফাইভ স্টার এই কাজ করবে। যে কোনও ভাবে, যথাসময়ে জাহাজে খালি করা হবে। আমরা নিয়মমতো কাজের টেন্ডার পেয়েছি। কাজ করতে বাধা দিচ্ছে বন্দর কর্তৃপক্ষ। আমরা কাজ করতে রাজি আছি। ফাইভস্টারের ব্যানারেই ১৩ নম্বর বার্থে যতদিন পর্যন্ত টেন্ডার রয়েছে, ততদিনই কাজ করবে।”
বিষয়টি নিয়ে INTTUC জেলা সভাপতি শিব নাথ সরকার বলেন, “দুই ঠিকাদারের কাজ কে করবে এই নিয়েই বিতর্ক। জাহাজ দাঁড়িয়ে রয়েছে। বন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। যত শীঘ্র এই সমস্যায় মিটিয়ে নিক।” দীর্ঘ সময় জাহাজ দাঁড়িয়ে থাকলে বন্দরের ক্ষতির কথা স্বীকার করে নেন তিনি। অন্যদিকে, সিআইটিইউ (CITU) রিজিওনাল কমিটির অন্যতম নেতৃত্ব অচিন্ত্য শাসমল বলেন, “২০১১ সাল থেকে তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পর থেকেই হলদিয়া বন্দরের কাজ নিয়ে টালবাহানা শুরু হয়েছিল এবিজেকে তাড়ানোর মধ্য দিয়ে। এখনও সেই ট্র্যাডিশান রয়েছে। শ্রমিকদের স্বার্থ না দেখেই ঠিকাদারদের স্বার্থই বেশি দেখছে বর্তমান সরকার। এটা বন্ধ হওয়া দরকার।”
সমস্যা দ্রুত সমাধানের ব্যাপারে বন্দর কর্তৃপক্ষের কাছে আর্জি জানিয়েছেন শ্রমিক সংগঠনগুলি। কলকাতা পোর্ট শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রদীপ বিজলী বলেন, “প্রায় ২৪ ঘণ্টা হতে চলল কাজ বন্ধ। বন্দর কর্তৃপক্ষ হস্তক্ষেপে এই সমস্যার মিটিয়ে স্বাভাবিক কাজকর্ম চালু হোক। বন্দর কর্তৃপক্ষ বিষয়টিতে যত দ্রুত সম্ভব নজর দিক।”
তবে শিল্পশহর হলদিয়ায় দীর্ঘ সময় ধরে কাজ বন্ধ থাকায় শ্রমিকরা বেসামাল হয়ে পড়েছেন। কখন মিটবে সমস্যা সে নিয়ে এখন সকলেই দ্বন্দ্বে রয়েছেন। হলদিয়া বন্দরের দুই ঠিকাদারদের কব্জির লড়াইয়ে আটকে রয়েছে কাজ। দীর্ঘ সময় জাহাজ দাঁড়িয়ে থাকল। ইতিমধ্যেই শ্রমিকদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কয়েক লাখ টাকা লোকসান বন্দরের। যত দ্রুত সম্ভব সমস্যা মেটানোর আশায় শ্রমিকরা।