স্থানীয় সূত্রে খবর, সোনারপুর থানা (Sonarpur Police Station) এলাকার মিশন গেটের কাছে একটি বাইক দুর্ঘটনায় প্রাণ গেল দুই তরতাজা যুবকের। বাইক আরোহী কুশল দে ও সৌরভ মণ্ডল দুজনেই কলকাতার বাসিন্দা। কুশলের বাড়ি কসবা এলাকায় ও সৌরভের বাড়ি লেকগার্ডেন্স। মৃতের পরিবার সূত্রে জন গিয়েছে, রুবি এলাকায় একটি অনুষ্ঠানে ছিল ওই দুই যুবকের। অনুষ্ঠান শেষে এক বন্ধুকে বাড়িতে পৌঁছতে বারুইপুর (Baruipur) যায় তাঁরা। বারুইপুর থেকে ফেরার পথেই দুর্ঘটনার সম্মুখীন হন ওই দুই বাইক আরোহী। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় দু’জনের। দেহ উদ্ধার করেছে পুলিশ। দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এ বিষয়ে মৃতের এক আত্মীয় মহেশ হালদার জানান, বাড়ি থেকে বলে বেরিয়ে ছিল বন্ধুর বাড়িতে যাচ্ছি। এবং সেই মতো বন্ধুর বাড়িতে এসে আজ সকালে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে। কাল রাত আটটার সময় বাড়ি থেকে বেরিয়ে ছিল। আজ সকালে আমাদের বাড়িতে একটি খবর আসে। সৌরভ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। খবর পেয়ে আমরা সোনারপুর থানাতে আসি। সেখানে এসে আমরা জানতে পারি এই দুর্ঘটনার কথা। দুই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তরতাজা দুই যুবকের মৃত্যু কোনওভাবেই মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা। তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা তদন্ত করছে সোনারপুর থানার পুলিশ।
প্রসঙ্গত, গত অগাস্ট মাসেও নরেন্দ্রপুর (Narendrapur) থানা এলাকায় গড়িয়া স্টেশনের (Garia Station) কাছে দুর্ঘটনা ঘটে। ঘটনার।দিন সকাল ১০টা নাগাদ গড়িয়া স্টেশন (Garia Station) থেকে খেয়াদা যাওয়ার পথে দুরন্ত গতিতে ছুটে আসছিল একটি মিনিডোর। পর পর দু’টি সাইকেল, দু’টি মোটর সাইকেল এবং একটি স্কুটারে ধাক্কা মারে মিনিডোরটি। তাতেই চার জন জখম হন। মিনিডোরটির চালকের আসনে ছিল এক নাবালক। তাকে আটক করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগ, এলাকায় বেপরোয়া গাড়ি চলাচলে প্রায়ই দুর্ঘটনা ঘটে। পুলিশি নজরদারি বাড়ানোর ব্যাপারে আর্জি জানান স্থানীয়রা।