আদালতে জোর ধাক্কা খেল রাজ্য BJP। অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ করে দিল ব্যাঙ্কশাল আদালত। BJP-র নবান্ন অভিযানকে ঘিরে শহরের একাধিক জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন গেরুয়া শিবিরের সমর্থকরা। সেই সংঘর্ষে আহত হন কলকাতা পুলিশের অ্যাসিসট্যান্ট কমিশনার (Kolkata Police ASI) দেবজিৎ চট্টোপাধ্যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে SSKM হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতালে তাঁকে দেখতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, “আমি দেবজিৎবাবুকে বললাম। আমি আপনাকে স্যালুট জানাই। আপনার জায়গায় যদি আমি থাকতাম আর আমার সামনে যদি পুলিশের গাড়়িতে আগুন জ্বলত, আমি কপালে গুলি করতাম।” এই মন্তব্যের প্রেক্ষিতেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন সুকান্ত মজুমদার। অভিষেকের বিরুদ্ধে হিংসা ছড়ানোর অভিযোগ তোলেন তিনি। কিন্তু, ব্যাঙ্কশাল আদালত সেই মামলা এদিন খারিজ করে দেয়।

Akhil Giri On President : ‘দিল্লিতে এসে ক্ষমা চাওয়া উচিত মুখ্যমন্ত্রীর’, অখিল গিরির নামে থানায় অভিযোগ লকেটের
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে মন্তব্যের প্রেক্ষিতে পুলিশি ব্যবস্থার দাবি তুলেছিলেন BJP-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। অভিষেকের বিরুদ্ধে FIR দায়ের করার আর্জি জানানো হয়েছিল। কিন্তু, বুধবার ওই মামলায় সব নথি খতিয়ে দেখে ব্যাঙ্কশাল আদালত মামলাটি খারিজ করে দেয় আদালত।

DA Case : শীর্ষ আদালতে অপেক্ষা, DA মামলায় শুনানি পিছল Calcutta High Court-এ
আহত পুলিশ কর্মীকে দেখতে গিয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন, “নবান্ন অভিযানের নামে গুন্ডামি হয়েছে। দাদাগিরি হয়েছে। আন্দোলনের নামে পুলিশ পেটানো চলেছে। পুলিশ কর্মীকে একা পেয়ে লোহার রড দিয়ে বেধড়ক পিটিয়েছে। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে পুলিশের জিপে। পুলিশ গুলি চালালে সাধারণ মানুষের ক্ষতি হত।” এরপরই তাঁর সংযোজন, “দেবজিৎবাবুকে আমি বললাম আপনাকে স্যালুট। আপনার সংযমকে কুর্নিশ। আপনার জায়গায় আমি থাকলে আর আমার সামনে পুলিশের উপর এমন অত্যাচার হলে, গাড়িতে আগুন জ্বললে আমি মাথায় শ্যুট করতাম।” অভিষেক আরও বলেন, “সিপিএম-এর গুণ্ডা-হার্মাদরা এসব ঘটিয়েছে। লাল ঝাণ্ডা ছেড়ে এখন গেরুয়া ঝাণ্ডা ধরেছে। আগে ইনকিলাব বলত, এখন জয় শ্রী রাম বলে।”

Abhishek Banerjee : ‘পাপেট ও তার হুজুর…’, গুজরাট নির্বাচন নিয়ে শাহকে কটাক্ষ অভিষেকের
এদিকে, দিলীপ ঘোষের (Dilip Ghosh) গ্রেফতারির দাবিতে সুর চড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারই তিনি বলেন, “পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি অভিযানের সময় অর্পিতার নামে দলিল পাওয়া গিয়েছে। সে কারণে অর্পিতার বাড়িতে তল্লাশি চালানো হয়। তাঁকে গ্রেফতারও করা হয়েছে। প্রসন্ন রায়ের বাড়িতেও দিলীপ ঘোষের দলিল পাওয়া গিয়েছে। তা হলে দিলীপের বাড়িতে কেন তল্লাশি চালানো হল না”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version