অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে মন্তব্যের প্রেক্ষিতে পুলিশি ব্যবস্থার দাবি তুলেছিলেন BJP-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। অভিষেকের বিরুদ্ধে FIR দায়ের করার আর্জি জানানো হয়েছিল। কিন্তু, বুধবার ওই মামলায় সব নথি খতিয়ে দেখে ব্যাঙ্কশাল আদালত মামলাটি খারিজ করে দেয় আদালত।
আহত পুলিশ কর্মীকে দেখতে গিয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন, “নবান্ন অভিযানের নামে গুন্ডামি হয়েছে। দাদাগিরি হয়েছে। আন্দোলনের নামে পুলিশ পেটানো চলেছে। পুলিশ কর্মীকে একা পেয়ে লোহার রড দিয়ে বেধড়ক পিটিয়েছে। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে পুলিশের জিপে। পুলিশ গুলি চালালে সাধারণ মানুষের ক্ষতি হত।” এরপরই তাঁর সংযোজন, “দেবজিৎবাবুকে আমি বললাম আপনাকে স্যালুট। আপনার সংযমকে কুর্নিশ। আপনার জায়গায় আমি থাকলে আর আমার সামনে পুলিশের উপর এমন অত্যাচার হলে, গাড়িতে আগুন জ্বললে আমি মাথায় শ্যুট করতাম।” অভিষেক আরও বলেন, “সিপিএম-এর গুণ্ডা-হার্মাদরা এসব ঘটিয়েছে। লাল ঝাণ্ডা ছেড়ে এখন গেরুয়া ঝাণ্ডা ধরেছে। আগে ইনকিলাব বলত, এখন জয় শ্রী রাম বলে।”
এদিকে, দিলীপ ঘোষের (Dilip Ghosh) গ্রেফতারির দাবিতে সুর চড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারই তিনি বলেন, “পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি অভিযানের সময় অর্পিতার নামে দলিল পাওয়া গিয়েছে। সে কারণে অর্পিতার বাড়িতে তল্লাশি চালানো হয়। তাঁকে গ্রেফতারও করা হয়েছে। প্রসন্ন রায়ের বাড়িতেও দিলীপ ঘোষের দলিল পাওয়া গিয়েছে। তা হলে দিলীপের বাড়িতে কেন তল্লাশি চালানো হল না”