West Bengal News অস্ত্র উদ্ধারের ঘটনা অব্যাহত রাজ্যে। এবার বীরভূম (Birbhum)। ঝাড়খন্ড (Jharkhand) সীমানা লাগোয়া বীরভূমে নাচ পাহাড়ি এলাকা থেকে বিপুল পরিমাণে অস্ত্র, গুলি উদ্ধার। গ্রেফতার এক অস্ত্র পাচারকারী। আগ্নেয়াস্ত্রগুলি ঝাড়খণ্ড থেকে বিক্রির জন্য নিয়ে আসা হচ্ছিল বাংলায় বলে পুলিশ সূত্রে খবর। ধৃতের নাম লালচাঁদ মণ্ডল (৩৯), বাড়ি নলহাটি থানা (Nalhati Police Station) এলাকার মধুপুর গ্রামে। ধৃতকে আজ রামপুরহাট মহকুমা আদালতে তোলা হবে।

Arms Licence : ফের কাশীপুরে বেআইনি অস্ত্রের হদিশ, ৫টি বন্দুক সহ গ্রেফতার ১
অনুব্রতহীন বীরভূম উত্তপ্ত হয়ে উঠেছে পঞ্চায়েত ভোটের আগেই। কখনও বোমাবাজি, কখনও ধারালো অস্ত্র দিয়ে কোপানোর ঘটনা লেগেই রয়েছে জেলায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) কিছুদিন আগেই অভিযোগ করেন, ঝাড়খণ্ড থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা নিয়ে আসা হচ্ছে বাংলায়। মঙ্গলবার সিউড়িতে একটি সরকারি অনুষ্ঠানে এসে মন্ত্রী ফিরহাদ হাকিমও (Firhad Hakim) অভিযোগ করেছিলেন, ঝাড়খন্ড থেকে প্রচুর অস্ত্র ঢুকছে বীরভূমে। সেই বক্তব্যেই কার্যত সিলমোহর পড়ল। বীরভূমের নলহাটি থানার অন্তর্গত নাচপাহারি বর্ডার এলাকায় উদ্ধার হল তিনটি আগ্নেয়াস্ত্র ও ১১ রাউন্ড কার্তুজ। তিনটি আগ্নেয়াস্ত্রর মধ্যে রয়েছে দুটি নাইন MM ও একটি ওয়ান সাটার। এছাড়াও দুটি আগ্নেয়াস্ত্র, কার্তুজ মিলিয়ে মোট ১১টি কার্তুজ উদ্ধার করে পুলিশ।

Bardhaman News : আগ্নেয়াস্ত্র সহ বর্ধমান পুলিশের জালে অসমের ব্যক্তি, উদ্ধার পাইপ গান সহ কার্তুজ
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাত্রে ঝাড়খণ্ড লাগোয়া নলহাটি থানার অন্তর্গত নাচ পাহাড়ি নাকা চেকিংয়ে নাম্বার বিহীন একটি কালো রঙের একটি সুপার স্প্লেন্ডার গাড়ি আটকায় পুলিশ। গাড়ির চালকের কাছে থাকা ব্যাগ দেখে সন্দেহ হয় পুলিশের। এরপরেই সেই ব্যাগে তল্লাশি চালানো হয়। ব্যাগ থেকে উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র ও গুলি। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে চালককে। পুলিশের দাবি, ঝাড়খন্ড থেকে আগ্নেয়াস্ত্র গুলি বাংলায় আনা হচ্ছিল বিক্রির উদ্দেশ্যে। এই অস্ত্র কোথায় যাচ্ছিল, তারই খোঁজ করার চেষ্টা করছে পুলিশ। কারও কাছে কী অস্ত্র বিক্রির পরিকল্পনা ছিল? এর পেছনে কোনো অস্ত্র পাচার চক্র কাজ করছে কিনা, সেটাও খতিয়ে দেখছে পুলিশ।

SIliguri News : মেয়রের বাড়ির ঢিল ছোঁড়া দূরত্বে ড্রেন থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, আতঙ্ক শিলিগুড়িতে
নভেম্বরের গোড়াতেই খাস কলকাতার APC রোড থেকে অস্ত্র উদ্ধার করে কলকাতা পুলিশের STF। কয়েকদিন আগেই উত্তর ২৪ পরগনার শাসনে তৃণমূল নেতার বাড়ি থেকে বিপুল অস্ত্রভাণ্ডার পাওয়া যায়। সেটাও উদ্ধার করে রাজ্য পুলিশের STF। আগেই মুর্শিদাবাদের ডোমকলে মিষ্টির দোকানের আড়ালে অস্ত্রের কারবারের হদিশ মেলে। হুগলির ডানকুনি হাউসিং মোড়ে অভিযান চালায় বেঙ্গল STF। সেখানে তল্লাশি করে উদ্ধার হয় ৬টি আগ্নেয়াস্ত্র।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version