West Bengal News বিনা আড়ম্বরে উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গেল আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের (Prafulla Chandra Sen Govt. Medical College & Hospital)। পাওয়া গিয়েছে সর্বভারতীয় মেডিকেল কাউন্সিলের ছাড়পত্র। ৮৩ জন ছাত্র-ছাত্রী নিয়ে শুরু হল চিকিৎসা বিজ্ঞানের পঠন-পাঠন। প্রসঙ্গত, গত ১৪ নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের অনুষ্ঠান থেকেই রাজ্যের নতুন ৬ টি মেডিক্যাল কলেজের উদ্বোধন করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কেন্দ্রীয় প্রকল্পের সহায়তায় এই মেডিক্যাল কলেজের নির্মাণ হওয়ায় মুখ্যমন্ত্রীর উদ্বোধনের বিষয়টি নিয়ে তৈরি হয় বিতর্কও। বুধবার থেকে এই মেডিক্যাল কলেজের প্রথম বর্ষের পঠন-পাঠনের সূচনা হল।

Haldia News: ফিজিওথেরাপির মাত্র ২০ টাকায়, পূর্ব মেদিনীপুরে এবার আরও ভালো স্বাস্থ্য পরিষেবা
মেডিক্যাল কলেজ সূত্রে খবর, সর্বভারতীয় মেডিক্যাল কাউন্সিলের (All India Medical Council) ছাড়পত্র পেয়েছে আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজে গভর্নমেন্ট এন্ড হাসপাতাল। ১০০ আসনের কলেজে আপাতত ৮৩ জন ছাত্র-ছাত্রী নিয়ে শুরু হল পঠন-পাঠন। ঘরোয়া অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মেডিকেল কলেজের পঠন-পাঠনের উদ্বোধন করেন প্রিন্সিপাল রমাপ্রসাদ রায়। আপাতত ২০ জন চিকিৎসক, অধ্যাপক, শিক্ষক-শিক্ষিকারা ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠন করাবেন। জানা গিয়েছে, আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিক্যাল কলেজের বিভিন্ন ভবনের কাজ এখনও শেষ হয়নি। তাই ঘটা করে কোনও উদ্বোধন হয়নি।

Kharagpur: রাশিয়ান ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, খড়গপুরের আবাসন থেকে উদ্ধার দেহ
এদিনের অনুষ্ঠানে দেখা যায়নি কোনও সাংসদ, বিধায়ক বা কোনও প্রশাসনিক আধিকারিকদের। ঘরোয়া পরিবেশে উদ্বোধন করা হয়। জানা গিয়েছে, প্রথমে তারকেশ্বরে মেডিক্যাল কলেজ করা হবে বলে ঘোষণা করা হলেও উপযুক্ত জমি না পাওয়ায় আরামবাগে মেডিক্যাল কলেজ করার পরিকল্পনা নেওয়া হয়। তৎকালীন আরামবাগ পুরসভার চেয়ারম্যান স্বপন নন্দীর প্রচেষ্টায় দ্রুত জমি খোঁজা শুরু হয়। পুরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দীর হাত ধরে মেডিক্যাল কলেজ তৈরির জন্য নিদিষ্ট জমি দেওয়া হয়। শুরু হয় বিন্ডিং তৈরি কাজ। অবশেষে ২০২২ সালের অগাস্ট মাসে আরামবাগ মেডিক্যাল কলেজের চূড়ান্ত অনুমোদন পায়। ২০২২ সালের ১৬ ই নভেম্বর আরামবাগ মেডিক্যাল কলেজের পঠন-পাঠন শুরু হল।

Madhya Pradesh Medical Science University : পাশ করেও পাননি, না পড়েই ‘ডাক্তারি ডিগ্রি’ ২৭৮ জনের!
হুগলি সহ পার্শ্ববর্তী বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হাওড়া জেলা মিলিয়ে প্রায় ৩০ লাখেরও বেশি মানুষ উপকৃত হবেন এই নতুন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জন্য। মেডিক্যাল কলেজে সাত তলা বিশিষ্ট একাডেমিক ভবনের পাশাপাশি, বয়েজ ও গার্লস হস্টেল, ওপিডি কমপ্লেক্স, শিক্ষক ও শিক্ষাকর্মী আবাসন, নার্সদের জন্য আলাদা আবাসনের ব্যবস্থা রয়েছে। মোট ৫৯৪ টি শয্যা বিশিষ্ট এই হাসপাতাল আগামী দিনে রাজ্যের স্বাস্থ্য মানচিত্রে নতুন মাত্রা যোগ করবে বলেই আশা চিকিৎসা মহলে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version