কী টুইট করেছিলেন শুভেন্দু?
ঘটনার সূত্রপাত গত ১৩ নভেম্বর। ওইদিন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ছেলের জন্মদিন ছিল। সেই উপলক্ষে দক্ষিণ কলকাতার একটি পাঁচতারা হোটেলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই বিষয়টিকেই উল্লেখ করে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari Tweet) একটি টুইট করেন। যেখানে তিনি বলেন, গ্র্যান্ড সেলিব্রেশনের আয়োজন করা হয়েছে। অভিষেকের শিশুপুত্রকে নিয়ে একটি আপত্তিকর মন্তব্যও করেন বিরোধী দলনেতা। পাশাপাশি জানান, ওই জন্মদিনের অনুষ্ঠান উপলক্ষে ৫০০ পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। বম্ব স্কোয়াড এবং পুলিশ কুকুর আনা হয়েছে। মেটাল ডিটেক্টরেরও ব্যবস্থা করা হয়েছে।
কী অভিযোগ শিশু অধিকার সুরক্ষা কমিশনের?
শুভেন্দু অধিকারীর এই টুইট নিয়ে বেলেঘাটা থানায় একটি FIR দায়ের করা হয়। পাশাপাশি এক মহিলা শিশু অধিকার সুরক্ষা কমিশনে শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এই অভিযোগ পেয়ে বিষয়টি খতিয়ে দেখে কমিশন। এরপরই রাজ্যের বিরোধী দলনেতাকে শোকজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিশু অধিকার সুরক্ষা কমিশনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, রাজনৈতিক কারণে একে অপরকে নিয়ে টুইট করতেই পারেন। রাজনৈতিক ইস্যু নিয়ে আক্রমণ করা হলেও সেখানে একজন শিশুকে নিয়ে এই ধরণের পোস্ট আপত্তিকর এবং কুরুচিকর।
অভিষেক বানম শুভেন্দু
শিশুপুত্রকে নিয়ে শুভেন্দু অধিকারীর টুইট নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, “আমাকে আক্রমণ করত। না পেরে আমার স্ত্রীকে-শালিকে আক্রমণ করত। এখন তো আমার তিন বছরের ছেলেকেও ছাড়ছে না। এতটাই নির্লজ্জ। আমি কারও পরিবারের লোককে আক্রমণ করি না। আমার লড়াই BJP-র সঙ্গে।” পালটা সরব হয়েছিলেন শুভেন্দু অধিকারীও। তিনি বলেন, “দেশের আইন কারও জন্য আলাদা নয়। মিথ্যা FIR করে কিছু লাভ হবে না। আসলে বুঝতে পারছি ভীষণ জ্বালা।”