জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: রাজার ইচ্ছা ও রাজপরিবারের ইচ্ছার বিরুদ্ধে যাওয়া সম্ভব নয়। তাই একপ্রকার বাধ্য হয়ে বিশ্বকাপের (Qatar World Cup) সময় স্টেডিয়ামে বিয়ার বিক্রি বন্ধ করে দিল ফিফা (FIFA)। শুক্রবার একটি নির্দেশিকা জারি করে ফিফার তরফে বলা হয়েছে, বিশ্বকাপের সময়ে কোনও স্টেডিয়ামেই সমর্থকদের জন্য বিয়ার বিক্রি করা হবে না। এই ইস্যু নিয়ে টুইট পর্যন্ত করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। 

কিছুদিন আগে পর্যন্ত ফিফা-র তরফ থেকে বলা হয়েছিল, বেশ কিছু বিধিনিষেধ থাকলেও স্টেডিয়ামে মদ্যপান করার অনুমতি দেওয়া হবে। কিন্তু প্রতিযোগিতা শুরু হওয়ার মাত্র দু’দিন আগে একেবারে উলটো অবস্থান নিল ফিফা। এই সিদ্ধান্তের ফলে বড়সড় আর্থিক ক্ষতির মুখেও পড়তে হতে পারে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থাকে।

শুক্রবার ফিফার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘স্টেডিয়াম ও তার আশেপাশের অঞ্চলের কোথাও বিয়ার বিক্রি করা যাবে না। আয়োজক দেশ কাতারের প্রশাসনের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধুমাত্র হসপিটালিটি বক্সের মধ্যেই বিয়ার পানের অনুমতি দেওয়া হবে। তবে নির্দিষ্ট কয়েকটি হোটেল থেকে বিয়ার কেনা যাবে। সেই সঙ্গে কিছু ফ্যান জোনেও বিয়ার বিক্রির ব্যবস্থা থাকবে।’ জানা গিয়েছে, ইতিমধ্যেই বিশ্বকাপের আটটি স্টেডিয়ামের বাইরে বিয়ারের অস্থায়ী দোকান তৈরি হয়ে গিয়েছিল। এখন ফিফার বিবৃতির পরে অপেক্ষাকৃত অলাভজনক জায়গায় সেই দোকান সরিয়ে নিয়ে যেতে হবে।

আরও পড়ুন: Lionel Messi and Cristiano Ronaldo: সবচেয়ে বড় ‘শত্রু’ মেসিকে প্রশংসায় ভরিয়ে দিলেন ‘সি আর সেভেন’

আরও পড়ুন: Lionel Messi, Argentina: কেন ৯০০ কেজি মাংস নিয়ে হোটেল থেকে বিশ্ববিদ্যালয়ের হস্টেলে চলে গেল মেসির আর্জেন্টিনা? জেনে নিন

বিশেষজ্ঞদের মতে, মূলত কাতারের রাজপরিবারের কথাতেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ফিফা। কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার ফলে বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে ফিফা। কারণ ফুটবলের নিয়ামক সংস্থার অন্যতম প্রধান স্পনসর হল বিখ্যাত বিয়ার কোম্পানি বাডওয়েজার। কাতারে বিশ্বকাপ চলাকালীন তারাই বিয়ার বিক্রি করবে, সেরকমই সম্ভাবনা ছিল। সেই জন্যই স্টেডিয়ামে একাধিক দোকানও তৈরি করে ফেলেছিল তারা। কিন্তু আপাতত এমন জায়গায় বিয়ারের দোকানগুলি সরিয়ে নিয়ে যাওয়া হবে, যেখানে খুব বেশি মানুষের ভিড় নেই। ফলে মেগা টুর্নামেন্টের দ্বারা নিজেদের বিয়ারের প্রচার করা কার্যত অসম্ভব হয়ে পড়বে বাডওয়েজারের পক্ষে।

এহেন পরিস্থিতিতে ফিফার বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে বাডওয়েজারের মালিক ইনবেভ। তার ফলে ছ’শো কোটি টাকার বেশি আর্থিক জরিমানার মুখে পড়তে পারে ফিফা। রাজপরিবারকে রাজি করানো সম্ভব নয় বুঝে ফিফা কর্তারা সংশ্লিষ্ট বিয়ার প্রস্তুতকারক সংস্থার কর্তাদের সঙ্গে আলোচনা করছেন। যদিও সমাধান সূত্র পাওয়া অত্যন্ত কঠিন বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। আগেও রাজপরিবারের তরফে আপত্তি করা হলেও সরাসরি বিক্রি বন্ধের দাবি জানানো হয়নি। মনে করা হচ্ছে, কাতারের রাজা বা আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির নির্দেশেই সরাসরি বিয়ার বিক্রি বন্ধ করার দাবি জানিয়েছেন জাসিম। আর এরপরেই চাপের মুখে সিদ্ধান্ত বদল করল ফিফা। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version