Produced by Suman Majhi | Lipi | Updated: 18 Nov 2022, 5:38 pm

West Bengal News : যোগাসনে বিশ্ব জয় করল কালনার রামিশা দফাদার। তৃতীয় আন্তর্জাতিক যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপে ( International Yoga Sports Championship) তিনটি স্বর্ণপদক এখন তার ঝুলিতে। সোনার মেয়েকে একঝলক দেখার অপেক্ষায় অধীর সকলে।

 

Kalna : যোগকন্যা রামিশা দফাদার

হাইলাইটস

  • কালনার (Kalna) যোগকন্যা রামিশা দফাদার যোগাসনে বিশ্ব জয় করল।
  • বিশ্ব যোগাসন প্রতিযোগিতায় তিনটি স্বর্ণপদক এখন তার ঝুলিতে৷
  • তার এই সাফল্যে উচ্ছ্বসিত পরিবারের লোকজন৷
কালনার (Kalna) যোগকন্যা রামিশা দফাদার যোগাসনে বিশ্ব জয় করল। বিশ্ব যোগাসন প্রতিযোগিতায় তিনটি স্বর্ণপদক এখন তার ঝুলিতে৷ রয়েছে একটি রুপো এবং ব্রোঞ্জও৷ তার এই সাফল্যে উচ্ছ্বসিত পরিবারের লোকজন৷ মেয়ে বাড়ি ফেরার অপেক্ষায় আপাতত তাদের দৃষ্টি দরজায়৷ শুক্রবার রামিশার কালনায় ফেরার কথা। পরিবারের পাশাপাশি বন্ধুবান্ধব থেকে শুরু করে প্রতিবেশীরাও বাংলার সোনার মেয়েকে একঝলক দেখার অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষা করছেন৷ এই বছর বিশ্ব যোগাসন প্রতিযোগিতার আসর বসেছিল ভারতের হরিয়ানা রাজ্যের কর্নাল শহরে। তৃতীয় আন্তর্জাতিক যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপে (International Yoga Sports Championship) ১৭টি দেশের প্রায় ৪৩৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। ১৪ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত হয় এই প্রতিযোগিতা। সেখানেই অংশ নিয়েছিল কালনার হিন্দু গার্লস স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী রামিশা।

Kho Kho National Championship : খো খো প্রতিযোগিতার জাতীয় মঞ্চে বাংলার মেয়ে বনশ্রী
সেই প্রতিযোগিতায় ভারতের হয়ে পাঁচটি বিভাগে অংশগ্রহণ করে তিনটি স্বর্ণ পদক (Gold Medal), একটি রৌপ্য পদক (Silver Medal) ও একটি ব্রোঞ্জ পদক (Bronze Medal) জিতল কালনার ডাঙাপাড়ার বাসিন্দা বছর ষোলোর রামিশা দফাদার।কালনার কিশোরী রামিশার ছোট থেকেই যোগাসনে আগ্রহ ছিল। ছোটবেলা থেকেই রাজ্য ও জাতীয় স্তরে একের পর সাফল্য পেয়েছে সে৷ ২০১৯ সালে আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় সোনার পদক পেয়ে সাড়া ফেলে দেয়। এবার তৃতীয় আন্তর্জাতিক যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপে ফের তিনটি স্বর্ণপদক তার দখলে৷ তবে করোনা পরিস্থিতির সময় সেভাবে যোগাসন প্রতিযোগিতা না হওয়ায় বাড়িতে যোগাভ্যাস জারি ছিল তার।

Photography Award : ফটোগ্রাফি প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্বের শিরোপা, তাক লাগাল কোলাঘাটের সৌরভ
Dog Exercise Video : জওয়ানের সঙ্গে পাল্লা দিয়ে যোগা সারমেয়র, দিল্লির মেট্রোয় থমকে দাঁড়ালেন যাত্রীরা
তার দাদা অসীম দফাদার বলেন, ‘‘রামিশার এই সাফল্যে আমরা খুবই খুশি এবং গর্ববোধ করছি৷ রামিশা এর আগে থাইল্যান্ডে আয়োজিত এশিয়ান গেমসে দুটো বিভাগে অংশ নিয়ে স্বর্ণপদক জয় করে৷ রামিশার এটাই প্রথম আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতা নয়৷ এর আগে ২০১৯ সালে আন্তর্জাতিক যোগাসন প্রতিয়োগিতায় অংশ নিয়ে ও স্বর্ণপদক জয় করেছিল৷ আগামী দিনে ও এভাবে আমাদের সাফল্য এনে দেবে বলেই আশা করছি এবং কালনার নাম উজ্জ্বল করবে৷’’ রামিশার কোচ গৌরাঙ্গ সরকার বলেন, ‘‘নিয়মিত যোগাসন অভ্যাস ও কঠোর অনুশীলন এই সাফল্য এনে দিয়েছে এবং আমার আশা, ভবিষ্যতে ও অনেক দূর যাবে।’’পারিবারের তরফে জানা গিয়েছে, যোগাসনে ও ভীষণ আগ্রহী। পড়াশোনার পাশাপাশি যোগাসনই ওর ধ্যানজ্ঞান। খুব অল্প সময়েই কোচের নানান পরামর্শ বুঝে নেওয়ার ক্ষমতার পাশাপাশি তা মেনেও চলে রামিশা৷ প্রত্যেকেই তার এই সাফল্যে খুশি৷

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version