poulomi.nath | EiSamay.Com | Updated: 20 Nov 2022, 12:01 pm

Embed

Press CTRL+C to copyX

<iframe src=”//tvid.in/1xrrrcv9gk/lang?autoplay=false” style=”height: 100%; width: 100%; max-height: 100%; max-width: 100%; visibility: visible;” border=”0″ frameBorder=”0″ seamless=”” scrolling=”no” allowfullscreen=”true” mozallowfullscreen=”true” allowtransparency=”true”></iframe>

ঐন্দ্রিলাকে (Aindrila Sharma) নিয়ে করা কোনও পোস্টই আর নেই সব্যসাচীর (Sabyasachi Chowdhury) ফেসবুকে। শনিবার সব্যসাচীর প্রোফাইলে এমনটা দেখে চমকে উঠেছিলেন অনেকেই। ফেসবুক প্রোফাইলের সব পোস্ট মুছে ফেলার কারণ কী? কেমনই বা আছেন ঐন্দ্রিলা সবার মনে এমনই সব প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করে। এরপরেই জানা যায় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। অভিনেত্রীর অবস্থা অত্যন্ত সংকটজনক বলেই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে তাঁর কমপক্ষে দশবার ‘মাইল্ড কার্ডিয়াক অ্যারেস্ট’ হয় বলেই হাসপাতাল সূত্রে খবর। তৎক্ষনাৎ CPR সহ অন্যান্য চিকিৎসা দেওয়া হয় তাঁকে। অভিনেত্রী এখনও ভেন্টিলেশন সাপোর্টেই রয়েছেন বলেই জানা যাচ্ছে। তাঁকে ‘রিভাইভ’ করা সম্ভব হলেও অভিনেত্রীর শারীরিক অবস্থা অতি সংকটজনক। হাসপাতালের তরফে জানানো হচ্ছে, চিকিৎসকরা সর্বক্ষণ পাশে রয়েছে তাঁর। গত বুধবার হৃদরোগে আক্রান্ত হন অভিনেত্রী। এরপরেই ভেন্টিলেশন সাপোর্টে দেওয়া হয়েছিল তাঁকে। অসংখ্য মানুষের প্রর্থনা নিয়ে ক্রমাগত লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। এই কঠিন জীবন যুদ্ধের লড়াই জয় করে তাঁর ঘরে ফেরার অপেক্ষায় দিন গুনছেন এখন সকলেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version