Train News : দুর্ঘটনার কবলে শিয়ালদাগামী কৃষ্ণনগর লোকাল (Sealdah Krishnanagar Local)। ট্রেনের কাপলিং খুলে যাওয়ায় ট্রেনের পাঁচটি বগি আলাদা হয়ে যায়। অল্পের জন্যই বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় লোকাল ট্রেনটি।

 

হাইলাইটস

  • দুর্ঘটনার কবলে শিয়ালদাগামী কৃষ্ণনগর লোকাল
  • শ্যামনগর স্টেশন ছাড়তেই দু’ভাগে আলাদা হয়ে যায় কৃষ্ণনগর-শিয়ালদা লোকাল
  • অল্পের জন্যই বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় লোকাল ট্রেনটি
Sealdah Krishnanagar Local Train : দুর্ঘটনার কবলে শিয়ালদাগামী কৃষ্ণনগর লোকাল (Sealdah Krishnanagar Local)। আচমকা শ্যামনগর স্টেশন ছাড়তেই দু’ভাগে আলাদা হয়ে যায় কৃষ্ণনগর-শিয়ালদা লোকাল। ট্রেনের কাপলিং খুলে যাওয়ায় ট্রেনের পাঁচটি বগি আলাদা হয়ে যায়। সামনের চারটি বগি নিয়ে দৌড়য় ট্রেন। তবে বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। অল্পের জন্যই বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় লোকাল ট্রেনটি। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। এদিকে এই ঘটনার জেরে ব্যাহত হয় ট্রেন চলাচল। শুধুমাত্র কৃষ্ণনগরেই নয় শিয়ালদা মেন শাখার ডাউন লাইনে ট্রেন চলাচল সামান্য ব্যাহত হয়। Howrah Station : হাওড়া স্টেশনের ওভারহেড পোস্টে মানসিক ভারসাম্যহীন, বন্ধ ট্রেন চলাচল
ঠিক কী হয়েছিল?
জানা গিয়েছে, রবিবার বিকেলে শ্যামনগর থেকে শিয়ালদার দিয়ে আসছিল কৃষ্ণনগর লোকালটি। ট্রেনটি শ্যামনগর স্টেশন ছাড়ার পরই বিপত্তি ঘটে। চার ও পাঁচ নম্বর কামরার সংযোগস্থল থেকে আলাদা হয়ে যায় ট্রেনটি। কাপলিং খুলে গিয়েই এই বিপত্তি বাধে বলে জানা গিয়েছে। সামনের চারটি বগি নিয়ে দৌড়তে থাকে ট্রেন। ধীর গতিতে খানিকটা গিয়ে থমকে যায় পিছনের আটটি বগি। যাত্রীরা বিষয়টি বুঝতে পারা মাত্রই প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ভয়ে হুড়োহুড়ি করে মাঝপথে ট্রেন থেকে নেমে পড়েন। কেউ আবার কী করবেন বুঝতে না পেরে বসে থাকেন ট্রেনে।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version