
সাধারণত মদন মিত্রকে রং বেরঙের পোশাকে দেখতেই অভ্যস্ত সকলে। মদনের নানা ধরনের বাহারি রোদচশমাও কারও নজর এড়িয়ে যায় না। কিন্তু, বুধবার বিশেষ করে নজর কেড়েছে বিধায়কের গায়ে জড়ানো ব্রাজিলের সবুজ পতাকা। রাখঢাক না করেই মদন জানিয়ে দিয়েছেন, আগাগোড়াই তিনি ব্রাজিলের সমর্থক। সৌদি আরবের কাছে অপ্রত্যাশিত হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে আর্জেন্তিনা। আর্জেন্তেনীয় সমর্থকদের কটাক্ষ করে ছাড়েননি মদন। তিনি বলেন, “কাতারে যাচ্ছি। বিশ্বকাপ মানেই ব্রাজিল। প্রথম ম্যাচে আর্জেন্তিনার খেলা দেখে বিশ্বের মানুষ দুঃখ পেয়েছে। জাপানের কাছেও জার্মানি অপ্রত্যাশিতভাবে হেরেছে। তাই ব্রাজিল ছাড়া আর কোনও গতি নেই।”
মদন মিত্রের সঙ্গে বিমানবন্দরের সামনে উপস্থিত ছিলেন তাঁর অসংখ্য অনুগামী। হলুদ গাঁদার মালা দিয়ে তৃণমূল বিধায়ককে সংবর্ধনা জানিয়েছেন তাঁরা। মদন মিত্র থাকবেন, আর রাজনীতি থাকবে না এমনটা হলে বোধহয় বৃত্তটা অসম্পূর্ণ থেকে যেত। ব্রাজিলকে নিয়ে আত্মবিশ্বাসী মদন আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে BJP-কেও খোঁচা দিতে ছাড়েননি। তিনি বলেন, “ফুটবল বিশ্বকাপের প্রবণতা দেখে BJP-র বোঝা উচিত পঞ্চায়েত নির্বাচনে ৯৮ শতাংশ আসনেই তারা হারবে।”
উল্লেখ্য, সম্প্রতি তৃণমূলকর্মীদের অস্ত্র প্রশিক্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিল মদন মিত্র। সেই নিয়ে রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিরহাদ হাকিমের (Firhad Hakim) সঙ্গেও তরজায় জড়িয়েছিলেন এই প্রবীণ তৃণমূল নেতা। মদন বলেছিলেন, “আমাদের দলে অনেক প্রাক্তন কর্ণেল, ব্রিগেডিয়ার রয়েছেন। তারা কর্মীদের অস্ত্র প্রশিক্ষণ দিতে পারবে।” মদনের পাল্টা ফিরহাদ হামিক প্রশ্ন তুলেছিলন, “মদন মিত্র কে? অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সাধারণ সম্পাদক। তিনি জানিয়েছেন নির্বাচন শান্তিপূর্ণ হবে। অভিষেক যা বলেছেন সেটাই চূড়ান্ত।”