উরফি জাভেদ (Uorfi Javed) পোশাক নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন। তিনি দাবি করেন সব পোশাক নাকি নিজেই ডিজাইন করেন। তাহলে ধরে নিতে হবে এই আউট অফ দ্য ওয়ার্ল্ড পোশাকটিও তিনিই ডিজাইন করেছেন। এই পোশাকে উরফিকে দেখে বিস্ময় হবেন আপনিও। উরফির এই অভিনব পোশাক দেখে নেওয়া যাক এই ভিডিয়োতে।