Kolkata Accident: রবিবার শহরের (Kolkata) অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা EM Bypass-এ দুর্ঘটনার (Car Accident in Kolkata) কবলে পড়ল একটি সিডান গাড়ি। প্রত্যক্ষদর্শী ও পুলিশের বিবরণ থেকে জানা গিয়েছে, EM Bypass ধরে বেলেঘাটার (Beliaghata) দিক থেকে উল্টোডাঙার (Ultodanga) দিকে যাচ্ছিল একটি লাল রঙের হন্ডা সিটি গাড়ি (Honda City Car)। দ্রুত গতিতে ছুটে আসা গাড়িটি বেঙ্গল কেমিক্যালসের (Bengal Chemicals) সামনে আসতে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। সেই সময় রাস্তা পারাপারের জন্য বেশ কিছু পথচারী ডিভাইডারের ওপর দাঁড়িয়ে ছিলেন। তাদের কয়েকজনকে ধাক্কা মারে গাড়িটি। গাড়ির চালক ও আরোহী সহ বেশ কয়েকজন পথচারী এই দুর্ঘটনায় আহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই দুর্ঘটনায় কর্মরত এক ট্রাফিক কনস্টেবল আহত হয়েছেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনায় আহতদের EM Bypass লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

Mithun Chakraborty: দুর্ঘটনায় মিঠুন চক্রবর্তী, আসানসোল যাওয়ার পথে মহাগুরুর গাড়িতে ধাক্কা
দুর্ঘটনার ফলে EM Bypass-এ বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। প্রাথমিকভাবে কলকাতা পুলিশের ট্রাফিক আধিকারিকদের অনুমান দ্রুত গতির কারণেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরেছে। ব্রেক ফেলের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না পুলিশ আধিকারিকরা। এই দুর্ঘটনার পিছনে অন্য কোনও কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে উল্টোডাঙা ট্রাফিক গার্ড।

Road Accident : নিউটাউন মর্মান্তিক দুর্ঘটনা, বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ডিভাইডারে ধাক্কা মারা গাড়িটির গতি যথেষ্ট বেশি ছিল। এক প্রত্যক্ষদর্শী বলেন, “আমি রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। হঠাৎ বিকট আওয়াজ শুনে তাকিয়ে দেখি একটি গাড়ি ডিভাইডারে উঠে গিয়েছে। কয়েকজন মাটিতে শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন।”

Dakshin 24 Pargana : হস্টেলে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট ১০ ছাত্রী, ওয়ারিংয়ের তার থেকে দুর্ঘটনা!
রবিবারের শহরে আরও দুটি দুর্ঘটনা ঘটেছে। EM Bypass-র পর গিরীশ পার্ক (Girish Park) ও ধর্মতলায় (Dharmatala) দুর্ঘটনা ঘটেছে। গিরীশ পার্কে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। জোড়াসাঁকোর (Jorasanko Thakurbari) গেটের সামনে এই দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনায় দু’জন আহত হয়েছেন। দুর্ঘটনগ্রস্থ দুটি গাড়ি গিরীশ পার্ক থানায় নিয়ে গিয়েছে পুলিশ। অন্যদিকে ধর্মতলায় রাজভবনের (Raj Bhavan) সামনে বেসরকারি বাস (Private Bus) ও মিনিবাসের সংঘর্ষে আহত হয়েছেন এক যাত্রী। ছুটির দিন শহরের একের পর এক এক দুর্ঘটনা নিঃসন্দেহে শহরবাসীর আশঙ্কা বাড়াবে।

পশ্চিমবঙ্গের আরও খবর পাওয়ার জন্য ক্লিক করুন… কলকাতার খবর পাবেন এই লিঙ্কে। প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন এই সময় ডিজিটাল



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version