West Bengal News ফের পণ্যবাহী গাড়ির ধাক্কায় মৃত্যু এক সিভিক ভলান্টিয়ারের (Civic Volunteer)। নথি যাচাই করার জন্য গাড়ি দাঁড় করাবার সময়ই কর্মরত এক সিভিক ভলান্টিয়ারকে ধাক্কা মারে গাড়িটি। ঘটনাস্থলে গুরুতর জখম হওয়ার পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। মৃত সিভিক ভলান্টিয়ারের নাম মিঠুন রায় (৩০)। গ্রেফতার ঘাতক লরির চালক।

Road Accident : ইলামবাজারে সেলফি তুলতে গিয়ে বিপত্তি! ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল কিশোরের
ক্কায় মৃত্যু হয়েছিল এক সিভিক ভলেন্টিয়ারের। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের লরির ধাক্কায় মৃত্যু হল এক সিভিক ভলেন্টিয়ারের। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে ১৬ নং জাতীয় সড়কে উলুবেড়িয়া থানার (Uluberia Police Station) বীরশিবপুরে। মৃত সিভিক ভলেন্টিয়ারের নাম মিঠুন রায়ের বাড়ি ফুলেশ্বরে।

Bankura Road Accident : বাইক-ট্রাক্টরের সংঘর্ষে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ২
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাঁতরাগাছি ব্রিজের (Santragachi Bridge) কাজ হওয়ার জন্য জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় পণ্যবাহী গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। সেইমতো গত কয়েকদিন ধরেই বীরশিবপুরের কাছে জাতীয় সড়কের উপর গাডরেল লাগিয়ে পণ্যবাহী গাড়ি কাগজপত্র পরীক্ষার কাজ চলছিল। এই কাজে ট্রাফিক পুলিশ কর্মীদের সঙ্গে সিভিক ভলান্টিয়াররাও হাত লাগিয়েছিল। শুক্রবার সকাল ৮ টা ৩০ নাগাদ জাতীয় সড়কে বীরশিবপুরের কাছে মিঠুন গাড়ি দাঁড় করানোর সময় একটি লরি তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই গুরুতর জখম হয় মিঠুন‌। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উলুবেড়িয়া মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে। পুলিশ ঘাতক লরিটিকে আটক করার পাশাপাশি চালককে গ্রেফতার করেছে।

Howrah Road Accident : হাওড়া ১৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা, এলাকায় যানজট
প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর গভীর রাতে ১৬ নম্বর জাতীয় সড়কের পাঁচলা থানার (Panchla Police Station) রানিহাটি মোড়ের কাছে দুর্ঘটনায় প্রাণ হারান এক মোটর ভেহিকেল আধিকারিক ও এক সিভিক ভলান্টিয়ার। মৃত MVI আধিকারিকের নাম উজ্জ্বল জানা, বয়স ৪৭ বছর৷ মৃত সিভিক ভলান্টিয়ারের নাম অরিন্দম বিশ্বাস, বয়স ২৫ বছর। বাড়ি উলুবেড়িয়া থানার কৈজুরীতে। জাতীয় সড়কে গাড়ি থামিয়ে তল্লাশি চালাচ্ছিলেন MVI আধিকারিকরা। রাত আড়াইটে নাগাদ একটি লরিতে তল্লাশি চালানোর সময় পিছন দিক থেকে কলকাতা (Kolkata) অভিমুখে যাওয়া আরও একটি লরিকে থামাতে যান উজ্জ্বল জানা এবং অরিন্দম বিশ্বাস। MVI আধিকারিক হাত দেখিয়ে গাড়ি থামানোর সময় দ্রুত গতিতে আসা লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা মারে। দুর্ঘটনায় উজ্জ্বল জানা এবং অরিন্দম বিশ্বাস সহ লরির চালক পিষ্ট হন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version