ছেলেবেলার বান্ধবী। দীর্ঘদিনের আলাপ। কিন্তু, সেই বান্ধবীই বর্তমানে বিবাহিত এবং তিন সন্তানের মা। বন্ধুরও স্ত্রী রয়েছে এবং দুই সন্তান নিয়ে ‘সুখের সংসার’ ছিল। কিন্তু, সব ঘেঁটে দিল নতুন করে তাঁদের প্রেম! জানা গিয়েছে, তিন সন্তানের মা ওই বধূকে নিয়েই চম্পট দিয়েছেন কলি যুগের রোমিও। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের রাঙ্গালিবাজনায়। তবে এই প্রথম নয়, এক আগেও একই মহিলাকে নিয়ে তিনবার তাঁর পালানোর রেকর্ড রয়েছে। স্থানীয় বাসিন্দাদের কথায়, ‘লেডি কিলার’ হিসেবে পরিচিত পেশায় মাছ বিক্রেতা ওই যুবক। এর আগেও একই মহিলাকে পরপর ৩ বার নিয়ে পালানোর রেকর্ডও রয়েছে তাঁর। সম্প্রতি পাশের পাড়ার এক বিবাহিত মহিলাকে নিয়ে তিনি পালানোর পর সালিশি সভা বসে।

Alipurduar: জাতীয় পাখির টুঁটি টিপে ধরে ছবি, সোশাল মিডিয়ায় পোস্ট হতেই গ্রেফতার ব্যক্তি
সেই সময় কান ধরেওঠবসও করানো হয় এই রোমিওকে। ঘটনার রেশ কাটতে না কাটতেই শৈশবের বান্ধবীকে নিয়ে তাঁর পালানোর ঘটনায় এখন সরগরম আলিপুরদুয়ার জেলার মাদারিহাটের রাঙ্গালিবাজনা এলাকা। এদিকে স্ত্রী অন্য কারও হাত ধরে বাড়ি ছাড়তে পারে তা মানতেই নারাজ ওই মহিলার স্বামী। তিনি জানান, ১৪ বছরের সংসার তাঁদের। তবে মাসখানেক ধরে ওই যুবকের সঙ্গে তাঁর স্ত্রীর ফোনে কথা বার্তা শুরু হয়। স্বামীর দাবি, স্ত্রীকে ভুল বুঝিয়েছে ওই যুবক। তিনি আরও বলেন, “আমি ওকে ভালবাসি। ওকে ফিরিয়ে এনে সংসার করতে চাই।” ঘটনায় মাদারিহাট থানায় লিখিত অভিযোগ করেছেন গৃহবধূর বাবা।

Alipurduar News : ফুটবল প্রতিযোগিতাকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীকোন্দল, উত্তেজনা আলিপুরদুয়ারে
এদিকে মহিলার স্বামী এবং ওই যুবকের নাম হুবহু এক। ভোটার কার্ড,আধার কার্ড সবক্ষেত্রে এক হওয়ায় ভিনরাজ্যে পাড়ি দিতে কিংবা হোটেলে থাকতে ওই দুজনের কোনও সমস্যা হবে না বলে অনুমান স্থানীয়দের। এদিকে অভিযুক্ত যুবকের মায়ের দাবি, “ওকে ছেলেবেলা থেকেই আমার থেকে ভালোবাসত। দু’জনে স্বেচ্ছায় পালিয়েছে। তবে নিজেদের শিশু ফেলে পালানো উচিত হয়নি।” এদিকে লিখিত অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তকে যুবকের পাশাপাশি তাঁর বাবার নামও থাকায় ওই প্রবীণকেই আটক করেছে পুলিশ, জানান মাদারিহাট থানার ওসি গৌরব হাঁসদা। অন্যদিকে, ৩ শিশু কন্যাসন্তানকে নিয়ে বিপাকে পড়েছেন ওই মহিলার স্বামী। অপরদিকে, দুই শিশু সন্তানকে সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে ওই যুবকের স্ত্রীকেও।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version