সোহেল খাতুরিয়ার (Sohael Kathuriya) সঙ্গে ড্রিম ডেস্টিনেশন প্যারিসে আংটি বদলের পর সাতে পাকে জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী হনসিকা (Hansika Motwani)। জয়পুরের ‘মুনডোটা ফোর্ট অ্যান্ড প্যালেস’-এ গ্র্যান্ড ওয়েডিংয়ের আয়োজন করা হয়। পরিবার ও বিয়ের আচার অনুষ্ঠান মিটিয়ে ৬ তারিখ মুম্বইয়ে ফিরলেন হনসিকা-সোহেল। দুধে আলতা সালওয়ার কামিজে লাজুক হাসি ঠোঁটে নিয়ে সোহেলের হাত ধরে বেরোলেন এয়ারপোর্ট থেকে। কুশল বিনিময় করলেন উপস্থিত সাংবাদিকদের সঙ্গে। বাকি কী বললেন? সেটা নিজেরাই দেখে নিন।