জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দ্য বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (The Board of Control for Cricket in India, BCCI) ক্রিকেট উৎসবের ঘোষণা করে দিল বৃহস্পতিবার। আগামী বছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত রোহিত শর্মারা (Rohit Sharma) নিজেদের ঘরের মাঠে লাগাতার ক্রিকেট খেলবেন। ভারত সফরে আসছে ক্রিকেটের হেভিওয়েটরা। ভারত খেলবে- অস্ট্রেলিয়া (IND vs AUS), নিউজিল্যান্ড (IND vs NZ) ও প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কার (IND vs SL) বিরুদ্ধে। বহু প্রতীক্ষিত ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজও  (India vs Australia Tests) রয়েছে এই সময়ের মধ্যে। বাইশ গজের অন্যতম আলোচ্য ইভেন্ট বর্ডার গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy) দিকেই থাকবে ফ্যানদের চোখ। সবার আগে আসছে দাসুন শনাকার (Dasun Shanaka) শ্রীলঙ্কা। তিনটি টি-২০ ও সমসংখ্যক ম্যাচ খেলবে দুই দেশ। এরপর আসবে কেন উইলিয়ামসনের (Kane Williamson) নিউজিল্যান্ড। এই সিরিজে তিনটি ওয়ানডে ও তিনটি টেস্ট। শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ফেরার পর আসছে প্যাট কামিন্সের (Pat Cummins) অস্ট্রেলিয়া। চারটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে এই দুই দল। এই প্রতিবেদনে রইল তিন দেশের সম্পূর্ণ সূচি। 

আরও পড়ুন: India vs Bangladesh 2022: আঙুলে চোট নিয়েও রোহিতের হাফ-সেঞ্চুরি! ‘তোমার জন্য গর্ব হয়’, আবেগঘন পোস্ট স্ত্রীর

শ্রীলঙ্কার ভারত সফরের সূচি:

৩ জানুয়ারি, প্রথম টি-২০, মুম্বই
৫ জানুয়ারি, দ্বিতীয় টি-২০, পুণে
৭ জানুয়ারি, তৃতীয় টি-২০, রাজকোট

১০ জানুয়ারি, প্রথম ওয়ানডে, গুয়াহাটি
১২ জানুয়ারি, দ্বিতীয় ওয়ানডে, কলকাতা
১৫ জানুয়ারি, তৃতীয় ওয়ানডে, তিরুবনন্তপুরম

নিউজিল্যান্ডের ভারত সফরের সূচি:

১৮ জানুয়ারি, প্রথম ওয়ানডে, হায়দরাবাদ
২১ জানুয়ারি, দ্বিতীয় ওয়ানডে, রায়পুর
২৪ জানুয়ারি, তৃতীয় ওয়ানডে, ইন্দোর

২৭ জানুয়ারি, প্রথম টি-২০, রাঁচি
২৯ জানুয়ারি, দ্বিতীয় টি-২০, লখনউ
১ ফেব্রুয়ারি, তৃতীয় টি-২০, আহমেদাবাদ

আরও পড়ুনIND vs BAN: ৭ বছর পর বাংলাদেশে লজ্জার হার ভারতের! সিরিজ হেরেই গেল রোহিতের টিম ইন্ডিয়া

অস্ট্রেলিয়ার ভারত সফরের সূচি:

৯-১৩ ফেব্রুয়ারি, প্রথম টেস্ট, নাগপুর
১৭-২১ ফেব্রুয়ারি, দ্বিতীয় টেস্ট, দিল্লি
১-৫ মার্চ, তৃতীয় টেস্ট, ধরমশালা
৯-১৩ মার্চ, চতুর্থ টেস্ট, আহমেদাবাদ
 
১৭ মার্চ, প্রথম ওয়ানডে, মুম্বই
১৯ মার্চ, দ্বিতীয় ওয়ানডে, বিশাখাপত্তনম
২২ মার্চ, তৃতীয় ওয়ানডে, চেন্নাই

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version