West Bengal Local News গোটা এলাকায় মাত্র দুটি টাইম কল (Water Tap)। ভোরের আলো ফুটতেই কলের সামনে তৈরি হচ্ছে দীর্ঘ লাইন। জল নিতে রীতিমতো হাতাহাতি লেগে যায় স্থানীয়দের মধ্যে। সময়মতো জল না পেয়ে অনেককে নিরাশ হয়েই বাড়ি ফিরতে হয় বলে অভিযোগ। পানীয় জল নিয়ে দুরবস্থা জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার পাহাড়পুরের (Paharpur) ভগৎ সিং কলোনিতে। অভিযোগ, দীর্ঘ ২৭ থেকে ২৮ বছর ধরে এলাকায় বিশুদ্ধ পানীয় জলের যথাযথ বন্দোবস্ত নেই। পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections) আগে এ হেন নাগরিক পরিষেবায় রীতিমতো ক্ষুব্ধ এলাকাবাসী।

Bankura News : প্রশাসন নির্বিকার, বাঁকুড়ায় নদী পারাপারে নিজেদের উদ্যোগেই সাঁকো নির্মাণ গ্রামবাসীর
স্থানীয় সূত্রে খবর, পাহাড়পুর অঞ্চল অন্তর্গত ভগৎ সিং কলোনি এলাকায় রয়েছে প্রায় ৩০০ টি পরিবার। এলাকায় দুটি টাইম কলের ব্যবস্থা থাকলেও ভোর চারটে থেকে লাইন পড়ছে পানীয় জল সংগ্রহের জন্য। শিশু সহ পরিবার নিয়ে বেজায় সমস্যায় রয়েছে প্রত্যেকটি পরিবার। বৃহস্পতিবার জল সংগ্রহ করতে এসে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা মালতি বাড়ুই বলেন, “দীর্ঘদিন থেকে পানীয় জলের সমস্যায় ভুগছি। স্থানীয় পঞ্চায়েত বা প্রশাসনকে বলেও কোন লাভ হয়নি। এক, একটি ট্যাপকলের সামনে সকাল থেকেই ভিড় জমছে। জল নিয়ে প্রায় কারা-কারি অবস্থা। অনেকেই জল না পেয়ে ফিরে যায়।”

Paschim Medinipur : আবর্জনা ফেলাকে কেন্দ্র করে বচসা-হাতাহাতি, উত্তেজনা মেদিনীপুরে
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যাঁদের আর্থিক অবস্থা আছে, তাঁরা জল কিনে খাচ্ছেন। অনেকেরই সেই অবস্থাও নেই জল কিনে খাওয়ার। বাড়ির কুয়ো থেকে জল পান করা যায় না। স্থানীয় রাজনৈতিক প্রতিনিধিদের উপরেও বেজায় চটে এলাকাবাসী। আরেক বাসিন্দা শান্তি দেবী বলেন, “ভোটের আগে নেতারা কথা দিয়ে যান, কিন্তু ভোট চলে গেলেই আর তাঁদের দেখা মেলে না।” দিনের দুটি সময় এই ট্যাপে জল আসে। কিন্তু লাইন দিয়েও সকালে জল পাওয়া যায় না বলে অভিযোগ। এলাকার বাসিন্দা ওম সাহানি বলেন, “দীর্ঘদিন থেকেই পানীয় জলের কষ্টে ভুগছি। সকলের দাবি এলাকায় বিশুদ্ধ পানীয় জলের আরো ট্যাপ বসানো হোক।” পাশাপাশি, এলাকায় রাস্তা ও পথ বাতিরও সমস্যা রয়েছে বলে জানান বাসিন্দারা।

Mahishadal Railway Station : স্টেশনে নেই পানীয় জল, ব্যবহারের অযোগ্য শৌচালয়! চরম সমস্যায় নিত্যযাত্রীরা
জলের সমস্যা নিয়ে জলপাইগুড়ি জেলা পরিষদের সহকারি সভাধিপতি দুলাল দেবনাথ বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রজেক্ট ‘জল স্বপ্ন’ যার মাধ্যমে ২০২৪ সালের মধ্যে প্রতি ঘরে ঘরে পৌঁছে যাবে। ওই এলাকায় জলের সমস্যা রয়েছে তা আমারও জানা।” ওই এলাকার বাসিন্দারা যাতে পানীয় জল পান, তার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version