বিদ্যুত জামওয়ালের (Vidyut Jammwal) জন্মদিন সেলিব্রেট করতে দূর দূরান্ত থেকে ফ্যানরা পৌঁছে গেলেন তাঁর কাছে মুম্বাইতে (Mumbai)। কেউ উপহার দিলেন ১৭ শতাব্দীর কুইন ভিক্টোরিয়ার আমলের কয়েন আবার কেউ গুরু দক্ষিণা দিলেন কঠিন ওয়র্কআউট দেখিয়ে। আর তাঁকে দেখেই বিদ্যুত বলে উঠলেন ওয়েস্ট বেঙ্গলের শান। কী কী ঘটল এদিন? দেখে নিন সেই ভিডিয়ো।
